পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Arrest in Jhalda Murder Case : তপন কান্দু খুনে গ্রেফতার আরও এক - Latest News on Murder

গত 13 মার্চ ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন (Jhalda Congress Councilor Murder Case) ৷ এই ঘটনায় আগেই তাঁর ভাইপো দীপক কান্দুকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এবার গ্রেফতার হল আরও একজন ৷

police arrest one more accused in jhalda murder case
Arrest in Jhalda Murder Case : তপন কান্দু খুনে গ্রেফতার আরও এক

By

Published : Apr 1, 2022, 3:14 PM IST

Updated : Apr 1, 2022, 6:24 PM IST

পুরুলিয়া, 1 এপ্রিল : কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ (Police Arrest One More Accused in Jhalda Murder Case) ৷ ধৃতের নাম কোলাবর সিং ৷ তাকে ঝাড়খণ্ডের বোকারো থেকে গ্রেফতার করা হয়েছে ৷

গত 13 মার্চ পুরুলিয়ার ঝালদা শহরের অদূরে গোকুলনগরে গ্রাম সংলগ্ন এলাকায় খুন হন তপন কান্দু (Jhalda Congress Councilor Murder Case) ৷ তিনি সাম্প্রতিক ঝালদা পৌরসভার ভোটে (Jhalda Municipality Election 2022) জিতে কাউন্সিলর হয়েছিলেন ৷ তাঁর খুনের খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে রাজ্য রাজনীতিতে ৷

কাঠগড়ায় তোলা হয় শাসকদল তৃণমূল কংগ্রেসকে ৷ তাঁকে তৃণমূলে যোগদানের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ তোলা হয় ৷ পরিবারের তরফে দাবি করা হয়, ঝালদা থানার পুলিশও এই নিয়ে তাঁর উপর চাপ সৃষ্টি করছিল ৷

এদিকে প্রশাসনের তরফে ঘটনার তদন্তে 6 সদস্যের সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ৷ তদন্তে সিআইডি সহযোগিতাও করছে ৷ তদন্তে নেমে পুলিশ আগেই তপন কান্দুর ভাইপো দীপককে গ্রেফতার করে ৷ তার পর আরও একজন গ্রেফতার হল ৷

যদিও পুলিশের তদন্তে খুশি নয় নিহত কাউন্সিলরের পরিবার ৷ তারা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে ৷ কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলাও দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন :Jhalda Congress Leader Murder Case : ঝালদায় তপন কান্দু খুনে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা নিহতের স্ত্রীর

Last Updated : Apr 1, 2022, 6:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details