পুরুলিয়া, 3 জুলাই:দিন-দিন পেট্রলের দাম বেড়ে যাওয়ায় যখন নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের, তখন পুরুলিয়া জেলা থেকে কয়েকশো মিটার এগোলেই সাত টাকা কমে মিলছে পেট্রল (Petrol available at lower price in Bengal Jharkhand border)। বিশ্বাস হচ্ছে না তো ? কিন্তু বাস্তবে ঘটছে এমনটাই ৷ পুরুলিয়া থেকে ঢিল ছোড়া দূরত্বে ঝাড়খণ্ড সীমানায়ন এক পেট্রল পাম্পে মিলছে কম দামে পেট্রল । স্বাভাবিকভাবেই এ রাজ্যের মানুষ ভিড় করছেন সেখানে।
পুরুলিয়া জেলার বরাবাজার থানার অন্তর্গত বামনিডি গ্রামের বান্দোয়ান এলাকায় রাস্তার উপরেই রয়েছে একটি পেট্রল পাম্প ৷ যেটির আদতে অবস্থান ঝাড়খণ্ডে। সে রাজ্যের পূর্ব সিংভূম জেলার বড়াম থানা এলাকায় অবস্থান পাম্পটির। কিন্তু পুরুলিয়া জেলার বরাবাজার থানার সীমানা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে ওই পাম্পটির দূরত্ব 500 মিটারের বেশি নয়। যার ফলে ওই থানা এলাকার মানুষ শুধু নন, আশেপাশের প্রচুর মানুষ সেখানে যান পেট্রল নিতে।