পুরুলিয়া, 25 জুন : শ্রমিক স্পেশাল ট্রেনে করে ফেরার সময় মৃত্যু হয়েছিল 18 দিনের শিশু রুবিয়ার ৷ এই ঘটনায় BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল ওই শিশুর পরিবার ও এলাকাবাসী ৷ একইসঙ্গে এই ঘটনায় প্রকৃত দায়ির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা ৷ পুরুলিয়ার রাঁচি রোডের ঘটনা ৷
পুরুলিয়ার জয়পুরের বালি গ্রামের বাসিন্দা দিলদার আনসারি ৷ কেরালার কাসরগড়ে ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন তিনি ৷ সেখানেই বিবি রেশমা খাতুন ও রুবিয়া-সহ তিন সন্তানকে নিয়ে থাকতেন ৷ লকডাউনে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন দিলদার ৷ তাই বাড়ি ফিরতে উদ্যোগী হন তিনি ৷ দীর্ঘ চেষ্টার পরে 9 জুন (মঙ্গলবার ) শ্রমিক স্পেশাল ট্রেনে সন্তান ও বিবিকে নিয়ে রওনা দেন দিলদার ৷ ট্রেন ওড়িশা পৌঁছালে দিলদার ও রেশমার 18 দিনের শিশুকন্যা অসুস্থ হয়ে পড়েন ৷ অভিযোগ, রেলের 139 নম্বরে ফোন করেও কোনও সাহায্য মেলেনি ৷ উলটে ট্রেন থেকে নামার চেষ্টা করলে রেলপুলিশ ধমক দেয় বলে অভিযোগ ৷ এরপরই ট্রেনের মধ্যেই মৃত্যু হয় রাবিয়ার ৷