পুরুলিয়া, 1 অক্টবর : সারা রাজ্যের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলাতেও সূচনা হল পথশ্রী অভিযানের l আজ পুরুলিয়ার জেলাশাসক কার্যালয়ে ট্যাবলো প্রচারের মাধ্যমে এই অভিযানের সূচনা করেন জেলাশাসক রাহুল মজুমদার, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাত, জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টজনেরা l পাশাপাশি এক পথ নাটক পরিবেশন করে পথশ্রী অভিযানের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নের দিকটি তুলে ধরা হয় ।
পথশ্রী অভিযানের সূচনা পুরুলিয়ায় - পথশ্রী অভিযান
পথশ্রী অভিযানের সূচনা হল পুরুলিয়ায় । যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে জেলার সার্বিক উন্নতি করা হবে বলে জানান জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ।
আজ জেলাশাসক দপ্তরের সভাকক্ষে আয়োজিত বিশেষ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলাশাসক রাহুল মজুমদার জানান, "পথশ্রী অভিযানের মাধ্যমে পুরুলিয়া জেলায় 117টি রাস্তা তৈরির কাজ শুরু হবে আগামী 15 অক্টবরের মধ্যে । 65 কোটি 32 লাখ টাকা ব্যয়ে মোট 456 কিমি রাস্তা তৈরি হবে জেলায় । এর মধ্যে নতুন 56টি রাস্তা তৈরি হবে । 117টি রাস্তার মধ্যে জেলা পরিষদের ফান্ডে 30টি রাস্তা, বাংলার সড়ক যোজনায় 31টি, MGNREGA-প্রকল্পে 56টি রাস্তা তৈরি হবে । 100 দিনের কাজের মাধ্যমেও এই রাস্তা তৈরি করা হবে ।"
জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জানান, "রাজ্য সরকাররের উদ্যোগে পথশ্রী অভিযানের মাধ্যমে জেলায় জেলায় যে রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে তার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন হবে । উন্নয়নের মূল দিক হল যোগাযোগ ব্যবস্থা । তাই যোগাযোগ ব্যবস্থার উপর ভিত্তি করে জেলার মানুষের সার্বিক উন্নয়নই এখন মূল লক্ষ্য ।"