পুরুলিয়া, 19 মার্চ : কোরোনা সংক্রমণ থেকে মা ও শিশুদের রক্ষা করতে তৎপর অঙ্গনওয়াড়ি কর্মীরা ৷ খাবার-দাবার প্যাকেটবন্দী করে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করছেন কর্মীরা ৷ পাশাপাশি মা ও শিশুদের কোরোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দিচ্ছেন কর্মীরা ।
কোরোনা সংক্রমণ ঠেকাতে বর্তমান রাজ্য সরকার স্কুল- কলেজ, পর্যটনস্থান বন্ধ রাখার পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও বন্ধ রাখার নির্দেশ দেয় । তবে মা ও শিশুদের সুস্বাস্থ্যের কথা ভেবে পরিপূরক খাবারের সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে । সেইমতো উপভোক্তা পিছু 2 কেজি চাল ও 2 কেজি আলু প্যাকেটে করে পৌঁছে দিচ্ছেন কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা । আজ থেকে শুরু হলো এই পরিষেবা প্রদানের কাজ । চলবে 15 এপ্রিল পর্যন্ত ।
আজ সকাল থেকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা চাল ও আলু প্যাকেটে করে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছেন । পাশাপাশি মা ও শিশুদের স্বাস্থ্যবিধান মেনে চলারও পরামর্শ দিচ্ছেন । একইসঙ্গে স্বাস্থ্যবিধান মেনে চলার লিফলেটও বিলি করে সাধারণ মানুষকে সচেতন করছেন কেন্দ্রের কর্মীরাই । আর এতে খুশি উপভোক্তারাও ।
স্থানীয় এক উপভোক্তা নমিতা মাহাতো বলেন, "আজ থেকে বাড়িতেই চাল ও আলু পৌঁছে দিচ্ছেন । আমাদের আর অঙ্গনওয়াড়িতে যেতে হচ্ছে না । একইসঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা আমাদের সচেতনতামূলক বার্তাও দিচ্ছেন ।" পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বহ্নি মুখার্জীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর নতুন নির্দেশ অনুযায়ী কোরোনা সংক্রমণ ঠেকাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখা হয়েছে । তবে শুধুমাত্র মা ও শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে পরিপূরক চাল ও আলু প্যাকেটে করে উপভোক্তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে ।"