পুরুলিয়া, 12 নভেম্বর:জেল হেফাজতে থাকাকালীন মৃত্যু হল পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সত্যবান প্রামাণিকের ৷ জানা গিয়েছে, রবিবার সকালে হঠাৎই পুরুলিয়া জেলা সংশোধনাগারে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন সত্যবান প্রামাণিক। তাকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তপন কান্দু খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বছর এপ্রিল মাসে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই ।
বিচারাধীন থাকা অবস্থায় অকস্মাৎ এই মৃত্যুর ঘটনায় আলোড়ন ছড়িয়েছে পুরুলিয়ার রাজনৈতিক মহলে ৷ সূত্র মারফৎ জানা গিয়েছে, সিবিআই'য়ের তদন্তকারী আধিকারিকরা আসার পর সোমবার সত্যবান প্রামাণিকের দেহের ময়নাতদন্ত করা হবে । প্রাথমিক ভাবে জানা গিয়েছে সত্যবান ডায়াবিটিসয়ের রোগী ছিলেন । তাঁর চিকিৎসাও চলছিল সংশোধনাগারে । যদিও তার আকস্মিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । সত্যবান ঝালদা শহর এলাকাতেই থাকতেন । তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি ।
এদিন সত্যবান প্রামাণিকের মৃত্যুর খবর পাওয়ার পর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন,"আজ দেবী পুজোর দিনে মায়ের কাছ থেকে বড় উপহার পেলাম আমি । আমার স্বামীকে যে হত্যা করেছে তার মৃত্যু হয়েছে ৷ আমি চাইছিলাম বিচারের শেষে তার যেন ফাঁসির সাজা হয় ৷ আমাদের চোখের জল বৃথা যায়নি ৷ ভালো হয়েছে ৷" এই খুনের ঘটনায় বাকি যারা অভিযুক্ত তাদের যেন ফাঁসির সাজা হয়, এদিন ফের সেই দাবি করেছেন পূর্ণিমা কান্দু ৷