পুরুলিয়া, 9 জুন : নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বালিবোঝাই ট্রাক্টর । ঘটনাস্থানে মারা যান চালক । মৃত ব্যক্তির নাম ওম প্রকাশ মাহাত (48)। ঘটনাটি পুরুলিয়া জেলার কেন্দা থানার ভুরষা গ্রামের ।
পুরুলিয়ায় ট্রাক্টর উলটে মৃত 1 - Accident
ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হল চালকের । বালিবোঝাই করে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ট্রাক্টরটি । ইঞ্জিনের নিচে চাপা পড়ে যান চালক । ঘটনাস্থানেই মারা যান তিনি ।
![পুরুলিয়ায় ট্রাক্টর উলটে মৃত 1 Death](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:14-wb-prl-03-9june-accident-death-7204369-09062020131034-0906f-1591688434-603.jpg)
Death
টুড়ুহুলু গ্রামের বাসিন্দা ওম প্রকাশ মাহাত বালি তোলার জন্য ট্রাক্টর নিয়ে বাড়ি থেকে বের হন। বালিবোঝাই করে বাড়ি ফেরার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় ট্রাক্টরটি । ইঞ্জিনের নিচে চাপা পড়ে যান চালক । ঘটনাস্থানেই মারা যান তিনি ।
পুলিশ ঘটনাস্থানে এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায়।