পুরুলিয়া, ২৮ ফেব্রুয়ারি : বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার মফস্বল থানার কুশটুকা গ্রামে। মৃতের নাম সন্ধ্যা মাহাত।
গোরু চরাতে গিয়ে বাজ পড়ে মৃত্যু মহিলার - one died
সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। মাঝেমধ্যেই ঝড়বৃষ্টির সঙ্গে হচ্ছিল বজ্রপাত। গতকাল বিকেলে কুশটুকা গ্রামের বাসিন্দা সন্ধ্যা মাহাত মাঠে গোরু চরাতে যান। তখন ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রাঘাতে প্রাণ হারান সন্ধ্যা।
died 2
গত তিন দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় পশ্চিমি ঝঞ্ঝার জেরে ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়েছে। গতকাল সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। মাঝেমধ্যেই ঝড়বৃষ্টির সঙ্গে হচ্ছিল বজ্রপাত। গতকাল বিকেলে কুশটুকা গ্রামের বাসিন্দা সন্ধ্যা মাহাত মাঠে গোরু চরাতে যান। তখন ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রাঘাতে প্রাণ হারান সন্ধ্যা।
খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। পরে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।