পুরুলিয়া, 30 অক্টোবর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মানবাজার মহকুমা শাসকের দেহরক্ষীর । রবিবার দুর্ঘটনাটি ঘটেছে মানবাজার শহরের অদূরে মানবাজার-বরাবাজার রাস্তায় (One Died in Road Accident) । মৃতের নাম নিখিল মণ্ডল (35) ।
জানা গিয়েছে, নিখিলের বাড়ি বাঁকুড়া জেলার রুদড়া গ্রামে । বেশ কয়েক বছর ধরে মানবাজার মহকুমা শাসকের দেহরক্ষী হিসেবে মানবাজার মহকুমা শাসকের দফতরে কর্তব্যরত ছিলেন তিনি । ঘটনায় আটক ঘাতক গাড়ির চালক । রবিবার সকালে মানবাজার শহরের অদূরে মানবাজার-বরাবাজার রাস্তায় একটি বোলেরো পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পথ চলতি নিখিলকে । গুরুতর জখম অবস্থায় প্রত্যক্ষদর্শীরা আহত যুবককে উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান ।