পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাদ্র সংক্রান্তিতে পুরুলিয়ায় ছাতা উৎসবের সূচনা করেন 'একদিনের' রাজা - Chata Utsab in Prululia's Chakaltor

পেশায় সাংবাদিক, কাশীপুরের রাজপরিবারের উত্তরসূরি রাজকুমার অমিতকুমার লাল সিংদেও এই একটা দিন রাজবেশে প্রজাদের মধ্যে উপস্থিত হন ৷ বিগত 18 বছর ধরে প্রতি বছরই তিনি উৎসবের সূচনা করে আসছেন ৷ ছাতা উৎসবকে কেন্দ্র করে চাকলতোড়ে বড় মেলার আয়োজন করা হয় ৷

রাজা

By

Published : Sep 18, 2019, 11:00 PM IST

Updated : Sep 18, 2019, 11:12 PM IST

পুরুলিয়া, 18 সেপ্টেম্বর : নেই রাজতন্ত্র, রাজপাট ৷ তবে আজও পুরুলিয়ায় চাকলতোড়ে রীতি মেনে ছাতা উৎসবের সূচনা করেন 'একদিনের' রাজা অমিতকুমার লাল সিংদেও ৷

রাজার পোশাকে অমিতকুমার লাল সিংদেও

পেশায় সাংবাদিক, কাশীপুরের রাজপরিবারের উত্তরসূরি রাজকুমার অমিতকুমার লাল সিংদেও এই একটা দিন রাজবেশে প্রজাদের মধ্যে উপস্থিত হন ৷ বিগত 18 বছর ধরে প্রতিবারই তিনি উৎসবের সূচনা করে আসছেন ৷ ছাতা উৎসবকে কেন্দ্র করে চাকলতোড়ে বড় মেলার আয়োজন করা হয় ৷

এই সেই ছাতা যা তুলে রাজা ছাতা উৎসবের সূচনা করেন

প্রতি বছর ভাদ্র সংক্রান্তিতে শুরু হয় উৎসব ৷ কপালে তিলক, কোমরে তরবারি নিয়ে রাজবেশে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হন তিনি ৷ তাঁকে দেখতে শুধু পুরুলিয়া নয় আশপাশের জেলা থেকেও ভিড় জমান সাধারণ মানুষ ৷ এমনকী প্রতিবেশী রাজ্য ওড়িশা, বিহার, ছত্তিশগড় থেকেও মানুষ মেলায় আসেন ৷ আদিবাসী সম্প্রদায়ের কাছে খুব জনপ্রিয় এই লোক উৎসব ৷ এ বিষয়ে অমিতকুমার বলেন, "এটা পরম্পরা মেনে চলে আসছে ৷ প্রচুর মানুষ আসেন ৷ বেশ ভালো লাগে ৷ "

দেখুন ভিডিয়ো...
Last Updated : Sep 18, 2019, 11:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details