পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার BSF জওয়ান - molestation

১২ মে রিজ়ার্ভে থাকা ওই জওয়ান কাশীপুরে একটি জঙ্গলে যান । অভিযোগ, সেখানে এক নাবালিকাকে পেয়ে তার শ্লীলতাহানি করেন । ঘটনাস্থানে আসে স্থানীয়রা । নির্যাতিতাকে উদ্ধার করে তারা অভিযুক্তকে কাশীপুর থানার পুলিশের হাতে তুলে দেয় ।

harassment 2

By

Published : May 15, 2019, 11:17 AM IST

পুরুলিয়া, ১৫ মে : পুরুলিয়ার কাশীপুরে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে । অভিযুক্তকে আটক করে কাশীপুর থানার পুলিশ । ধৃতের নাম রাজবীর সিং । রাজস্থানের বাসিন্দা রাজবীর BSF-র ASI পদে কর্মরত । গতকাল ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় । ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

১২ মে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন রিজ়ার্ভে থাকা ওই জওয়ান কাশীপুরের আগরডি চিত্রা গ্রাম পঞ্চায়েতের একটি জঙ্গলে যান । অভিযোগ, সেখানে এক নাবালিকাকে পেয়ে তার শ্লীলতাহানি করেন । নাবালিকার চিৎকারে তৎক্ষণাৎ ঘটনাস্থানে আসে স্থানীয়রা । তারাই নির্যাতিতাকে উদ্ধার করে । রাজবীরকে কাশীপুর থানার পুলিশের হাতে তুলে দেয় । সেদিন রাতে রাজবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় । ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়তেই দু'ঘণ্টা ভোট বন্ধ থাকে । বিক্ষোভে সামিল হয় স্থানীয় বাসিন্দারা । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । ফের ভোট প্রক্রিয়া শুরু হয় ।

এপ্রসঙ্গে কাশীপুরের বাসিন্দা তথা পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সৌমেন বেলথরিয়া বলেন, "ভোট করাতে এসে কেন্দ্রীয় বাহিনী যে এমন ঘটনা ঘটাবে তা আমরা ভাবতেও পারিনি । সাধারণ মানুষকে এরা অভয় দেবে কী ! এরা তো দেখছি নিজেরাই বিপদ হয়ে দাঁড়িয়েছে । কোথাও বুথে লাঠিচার্জ, কোথাও গুলি আবার কোথাও শ্লীলতাহানি । আমরা ভাবতে পারছি না, এরা ঠিক কী করতে চাইছে ? তবে আমি যা শুনেছি ওই জওয়ান সেদিন জঙ্গলে মদ খেতে গেছিল । সেসময় এই ঘটনাটি ঘটে ।"

ABOUT THE AUTHOR

...view details