পুরুলিয়া, 21 জানুয়ারি : ডাইনি সন্দেহে বৃদ্ধাকে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে ৷ বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত তাঁর মেয়ে ও বউমা ৷ পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত রামডি গ্রামের ঘটনা ৷
জখম বৃদ্ধার নাম বেহুলা গোপ ৷ তাঁর মেয়ে ও বউমার নাম রেখা গোপ এবং বৈশাখী গোপ ৷ বৃদ্ধার জামাই নগেনচন্দ্র গোপ জানান, তাঁর শাশুড়িকে গ্রামবাসীরা ডাইনি বলে সন্দেহ করত ৷ আগেও এই নিয়ে ঝামেলা হয়েছিল ৷ গতকাল গ্রামবাসীরা ঘরে ঢুকে তাঁর শাশুড়িকে মারধর করে ৷ বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রী ৷