পুরুলিয়া, 19 জুলাই : মাঝ রাস্তায় দীর্ঘক্ষণ পড়ে থাকলেন অসুস্থ ব্যক্তি ৷ সংক্রমণের ভয়ে সাহায্যের হাত বাড়ায়নি কেউই l রাস্তার উপর ছটফট করতে দেখেও পাশ কাটিয়ে চলে যায় অনেকেই l এইভাবেই ঘণ্টাখানেক রাস্তার উপর পড়ে থাকতে হল অসুস্থ সেই ব্যক্তিকে ৷ এই ঘটনার সাক্ষী পুরুলিয়া শহরের পি এন স্ট্রিটের বাসিন্দারা ৷ কিছুটা দেরি হলেও পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ কিন্তু সঙ্গে ছিল না PPE কিট ৷ স্থানীয় দোকান থেকে গ্লাভস কিনে তারপরই হাত লাগানো হয় অসুস্থ সেই ব্যক্তির গায়ে ৷ তারপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক l মৃত ওই ব্যক্তির নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি l
এগিয়ে এল না কেউ, রাস্তায় পড়ে থেকে মৃত্যু - পুরুলিয়া
রাস্তায় অসুস্থ ব্যক্তি ছটফট করছেন ৷ এই দৃশ্য দেখে এগিয়ে এল না কেউ ৷ হাসপাতালে যখন ওই ব্যক্তিকে নিয়ে যায় পুলিশ তখন মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ৷
জানা গিয়েছে, আজ বেলা 12টা নাগাদ পুরুলিয়া শহরের পি এন ঘোষ স্ট্রিটে ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন l তারপরই রাস্তায় ছটফট করতে শুরু করেন ৷ এই দৃশ্য দেখে স্থানীয়েদর মধ্যে কেউ পুলিশকে ফোন করে জানায় বিষয়টি ৷ কিন্তু কোরোনার আতঙ্কে ওই ব্যক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কেউ l পুলিশ কখন আসবে সেই অপেক্ষায় প্রায় ঘণ্টাখানেক রাস্তাতেই পড়ে থাকতে হয় ওই ব্যক্তিকে l কয়েকঘণ্টা পর পুরুলিয়া সদর থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থানে ৷ কিন্তু পুলিশও প্রথমে এগিয়ে আসেনি ৷ গ্লাভস, PPE কিট না থাকায় স্থানীয় দোকান থেকে গ্লাভস কেনেন পুলিশকর্মীরা ৷ তারপর মিলে পুলিশের সাহায্য ৷ অসুস্থকে তোলা হয় টেম্পোতে ৷ নিয়ে যাওয়া হয় পুরুলিয়া সদর হাসপাতালে ৷ কিন্তু ততক্ষণে দেরি হয়েছে অনেকটাই ৷
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি শহর সংলগ্ন কোনও গ্রামের বাসিন্দা ৷ স্থানীয়রা বলছেন , সঠিক সময়ে যদি ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হত তাহলে হয়ত প্রাণে বেঁচে যেতেন l