পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'নো মাস্ক নো পেট্রল', নির্দেশিকা পুরুলিয়া জেলা পুলিশের - পুরুলিয়া

কোরোনা সংক্রমণ রোধে মাস্ক পরে রাস্তায় বেরোনো বাধ্যতামূলক করা হয়েছে । অযথা রাস্তায় বোরোনোর উপরও নিষেধাজ্ঞাও জারি হয়েছে । কিন্তু. মানছেন না অনেক বাইক চালক । মাস্ক না পরেই রাস্তায় বেরিয়ে পড়ছেন । তাই এবার 'নো মাস্ক, নো পেট্রল'-এর নির্দেশিকা জারি করেছে পুরুলিয়া জেলা পুলিশ ।

mask
মাস্ক

By

Published : Apr 25, 2020, 6:32 PM IST

পুরুলিয়া, 25 এপ্রিল : এবার মাস্ক না পরলে মিলবে না পেট্রল । পুরুলিয়ার প্রতিটি পেট্রল পাম্পে কোরোনা মোকাবিলায় সচেতনতার বার্তা দিয়ে "নো মাস্ক, নো পেট্রল"-এর পোস্টার ঝুলিয়েছে জেলা পুলিশ । এছাড়াও মাস্ক না পরে রাস্তায় বেরোলেই চলছে পুলিশি ধরপাকড় । পুরুলিয়ায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সন্ধান মেলেনি । তবুও সাবধানতায় ঢিলেমি দিতে নারাজ পুলিশ প্রশাসন ।

কোরোনা সংক্রমণ রোধে রাজ্য তথা দেশজুড়ে লকডাউন চলছে । খুব প্রয়োজন ছাড়া, অকারণে রাস্তায় বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে । এছাড়াও রাস্তায় বেরোলেই মাস্ক পরে বেরোনোর কথা বলা হচ্ছে বারবার । কিন্তু অনেকেই সেসব কথাই কর্ণপাত করছেন না । বিনা কারণে রাস্তায় বেরিয়ে পড়ছেন কখনও কখনও । কেউ বা আবার রাস্তায় মাস্ক না পরেই বেরোচ্ছেন । ফলে সংক্রণের আশঙ্কা তৈরি হচ্ছে । অনেক বাইক চালককেই দেখা যাচ্ছে বিনা কারণে মাস্ক না পরে উৎসবের মেজাজে রাস্তায় বেরিয়ে পড়েছেন । তাই এবার 'নো মাস্ক, নো পেট্রল' মন্ত্রকে কাজে লাগিয়ে কোরোনা মোকাবিলায় মাস্ক পরাতে উদ্যোগ নিল পুরুলিয়া জেলা পুলিশ । এছাড়াও রাস্তায় রাস্তায় শুরু হয়েছে ধরপাকড় । মাস্ক না পরলেই খেতে হচ্ছে ধমক । অকারণে রাস্তায় বেরোলেই গ্রেপ্তার করা হচ্ছে । আর পুলিশের এই কড়া পদক্ষেপ কাজেও আসছে । বিশেষ প্রয়োজনে রাস্তায় বেরোলে মাস্ক পরেই বেরোচ্ছেন সাধারণ মানুষ ।

জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান জানান, "কোরোনা মোকাবিলায় মাস্ক পরা অত্যন্ত জরুরি । তবুও কিছু মানুষ মাস্ক না পরে রাস্তায় বেরোচ্ছেন । তাঁদের ধমকও দেওয়া হচ্ছে । কিছু বাইক আরোহী পুলিশের ভয়ে এদিক সেদিক পালিয়ে বেড়াচ্ছেন । তাঁদের শায়েস্তা করতেই 'নো হেলমেট, নো পেট্রোল'-এর উদ্যোগ নেওয়া হয়েছে । মাস্ক না পরলে পেট্রোল না দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে । পেট্রল পাম্পগুলিতে ঝোলানো হয়েছে পোস্টারও ।"

ABOUT THE AUTHOR

...view details