পুরুলিয়া, 3 মে : প্রেমিকাকে গ্রামবাসীদের সামনে সিঁদুর পরানোর পর নিখোঁজ যুবক ৷ বিয়ে মেনে নিতে অস্বীকার যুবকের পরিবারের । এই অবস্থায় স্বামীকে খুঁজতে এবং শ্বশুরবাড়িতে প্রবেশের দাবিতে যুবকের বাড়ির সামনে ধর্নায় বসলেন নববধূ (New Bride Sitting on Dharna in front of Father in Laws House) । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কেন্দা থানার দড়ডি গ্রামে ৷
এই ঘটনায় বধূর পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে । এই দড়ডি গ্রামেরই যুবক কলেজ পড়ুয়া নীলকমল গোপের সঙ্গে প্রায় দু'বছরের প্রেমের সম্পর্ক গ্রামেরই স্বামী পরিত্যক্তা রীনা গোপের । দু'জনের পরিবারই পরস্পরের আত্মীয় । কিন্তু নীলকমলের পরিবার এই সম্পর্ককে মেনে নিতে চায়নি । তবুও পড়াশোনার সূত্রে হাওড়া নিবাসী এই কলেজ পড়ুয়া সোমবার রাতে প্রেমিকার ডাকে গ্রামে এসে সকলের সামনে প্রেমিকার মাথায় সিঁদুর পরিয়ে বিয়ে করে ।