পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় শৌচালয় থেকে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা - Purulia

তেলিডি গ্রামের কাছে নির্জন একটি এলাকায় একটি জলাধারের পাশে একটি শৌচালয়ে সদ্যোজাতকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা ৷ চিকিৎসক সূত্রে খবর, শিশুটির বয়স মাত্র একদিন ৷ সে আপাতত সুস্থ রয়েছে ৷

New born baby recovered from Purulia
পুরুলিয়ায় শৌচালয় থেকে উদ্ধার সদ্যজাত শিশুকন্যা

By

Published : Nov 30, 2019, 9:03 PM IST

পুরুলিয়া, 30 নভেম্বর : শৌচালয় থেকে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা ৷ আজ পুরুলিয়ার তেলিডি গ্রামের জরাজীর্ণ শৌচালয় থেকে শিশুটিকে উদ্ধার করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ ও পুরুলিয়া চাইল্ড লাইনের কর্মকর্তারা ৷

জানা গেছে, তেলিডি গ্রামের কাছে নির্জন একটি এলাকায় একটি জলাধারের পাশে একটি শৌচালয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা ৷ চিকিৎসক সূত্রে খবর, শিশুটির বয়স মাত্র একদিন ৷ সে আপাতত সুস্থ রয়েছে ৷

আজ শিশুটিকে উদ্ধার করে গ্রামের বাসিন্দা লালু গোপ ও অন্যরা প্রথমে বাড়িতে নিয়ে যান ৷ গ্রামের মহিলারাই প্রথমে শিশুটির সেবা করেন ৷ তাঁরাই খবর দেন স্থানীয় থানা ও চাইল্ড লাইনে ৷ খবর পেয়ে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ ও চাইল্ড লাইনের কর্মী অশোক কুমার মাহাত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details