বলরামপুর, 12 মে : আজ বলরামপুরে বুথের সামনে তৃণমূলকর্মীদের সঙ্গে বচসা বাধে বজরং দলের কর্মীদের । পরে তা হাতাহাতিতে পৌঁছায় । ঘটনায় বজরং দলের তিনজন কর্মীকে আটক করে বলরামপুর থানার পুলিশ ।
বলরামপুরে তৃণমূল ও বজরং দলের কর্মীদের হাতাহাতি, আটক ৩ - vote
বলরামপুরে বুথের সামনে তৃণমূল ও বজরং দলের মধ্যে হাতাহাতি । ঘটনায় পুলিশ বজরং দলের তিন কর্মীকে আটক করে ।
বজরং দলের তরফে অভিযোগ করা হয়, ভোট গ্রহণের সময় ঝামেলা করার জন্য তৃণমূলকর্মীরা বুথের সামনে জড়ো হয় । তাতে বাধা দিতে গেলে ঝামেলা বাধে । পালটা অভিযোগ করে তৃণমূলকর্মীরাও । তাদের বক্তব্য, ভোট চলাকালীন একজন BJP কর্মী বুথে ঢোকার চেষ্টা করে । তাতে বাধা দিতে গেলে বজরং দলের কর্মীরা তাদের উপর আক্রমণ করে ।
তবে ঝামেলা বেশি বাড়ার আগেই ঘটনাস্থানে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনাস্থান থেকে বজরং দলের তিনজন কর্মীকে আটক করে পুলিশ । তাদের ছাড়ার কথা পুলিশের তরফে জানানো হলেও জেলাশাসক রাহুল মজুমদার জানান, আটক তিনজনকে এখনও ছাড়া হয়নি ।