কলকাতা, 21 মার্চ : পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসল দোষীরা এখনও অধরা । তাই রাজ্য পুলিশের উপর ভরসা না রেখে সিবিআই তদন্তের দাবি জানালেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু (Murdered Congress councillor Wife wants CBI Investigation in her Husband Murder Case) ৷
যদিও ঝালদায় নিহত তপন কান্দুর খুনের ঘটনায় (Jhalda Congress Councillor Murder Case) কর্তব্যে গাফিলতির অভিযোগে 5 পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে । এই তালিকায় রয়েছেন মহিলা সাব ইন্সপেক্টর অনিমা অধিকারী, 2 জন কনস্টেবল ও 1 জন এনভিএফ কর্মী ও একজন স্পেশাল হোমগার্ড ।
জানা গিয়েছে, গুলিকাণ্ডের ঘটনার সময় ঘটনাস্থল থেকে প্রায় এক কিমি দূরে ঝালদা থানার পুলিশের মোবাইল ভ্যানের দায়িত্বে ছিলেন ওই 5 পুলিশ কর্মী । সেদিন কর্তব্যে গাফিলতির জন্য ওই 5 পুলিশ কর্মীকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয় । অন্যদিকে রবিবার দুই সদস্যের ফরেনসিক দল এসে ঝালদা গুলিকাণ্ডের ঘটনার তদন্ত করে । ঘটনাস্থল ঘুরে দেখার পাশপাশি উদ্ধার হওয়া ম্যাগাজিন ও গুলির খোল পরীক্ষা করে ।