পুরুলিয়া, 25 মার্চ:ছ'দিন ধরে নিখোঁজ ছিলেন পুরুলিয়ার জয়পুর থানা এলাকার রাঙ্গনি টাঁড় গ্রামের বাসিন্দা জুড়ন মাহাতো ৷ এ নিয়ে পরিবারের সদস্য, এমনকী পাড়া-পড়শিদের উদ্বেগ থাকলেও নিরুত্তাপ ছিলেন জুড়নের স্ত্রী উত্তরা মাহাত ৷ কেউ জিজ্ঞেস করলেই বলতেন, স্বামী হাটে গিয়েছেন ! শেষমেশ শনিবার উদ্ধার হল জুড়নের মৃতদেহ ৷ তাও কি না বাড়িরই সেপটিক ট্যাংক থেকে ! এই ঘটনার পর পুলিশ বাড়িতে আসতেই অজ্ঞান হয়ে যান জুড়নের স্ত্রী উত্তরা ৷ যদিও প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই ঘটনার নেপথ্যে রয়েছেন তিনিই (Murder Allegation against Wife) ! উত্তরার জ্ঞান ফিরলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷ প্রয়োজনে উত্তরাকে গ্রেফতারও করা হতে পারে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জুড়ন মাহাতোকে শেষবার এলাকায় দেখা গিয়েছিল গত রবিবার সকালে ৷ বেলা 11টা নাগাদ তাঁর সঙ্গে দেখা হয়েছিল গ্রামেরই অপর বাসিন্দা ভজহরি মাহাতর ৷ কিন্তু, তারপর কেউ আর জুড়নকে কোথাও দেখেননি ৷ জুড়নের ছেলে অপূর্ব মাহাত ভিনরাজ্যে কাজ করেন ৷ বাবা নিরুদ্দেশ শুনে গত মঙ্গলবার বাড়ি ফেরেন তিনি ৷ এরপর বুধবার স্থানীয় জয়পুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় ৷ তাতেও কাজের কাজ কিছু হয়নি ৷ এই অবস্থায় শনিবার সকালে প্রতিবেশী এক মহিলা বাড়ির শৌচালয়ের সেপটিক ট্যাংকের কাছে উত্তরাকে দেখতে পান ৷ তিনি দেখেন, উত্তরা সিমেন্ট দিয়ে কিছু একটা করছেন !