পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাসপাতালের 3 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা প্রসূতির - পুরুলিয়া সদর হাসপাতাল

পুরুলিয়া সদর হাসপাতালের তিন তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক প্রসূতি ৷ বর্তমানে তিনি ওই হাসাপাতালেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৷ কী কারণে আত্মহত্যার চেষ্টা তা এখনও জানা যায়নি ৷

mother-of-a-new-born-baby-trying-to-suicide-in-purulia-city-hospital
হাসপাতালের 3 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা প্রসূতির

By

Published : Jun 20, 2021, 8:10 PM IST

পুরুলিয়া, 20 জুন : পুরুলিয়া সদর হাসপাতালের তিনতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা প্রসূতির । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে । গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই প্রসূতি । ইতিমধ্যে তাঁর সিটিস্ক্যান করা হয়েছে ৷ বছর 21-এর ওই প্রসূতির নাম কাজলী সিং । গত 5 দিন আগে এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি । হাসপাতালের প্রসূতি ওয়ার্ডেই ভর্তি ছিলেন ওই মহিলা । আজ সকালে হাসপাতালের তিনতলার জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি ৷ ঝাঁপ দেওয়ার পর কোনওমতে প্রাণে বেঁচে যান তিনি ।

এ বিষয়ে কাজলী সিং-এর দিদি নিয়তি সিং জানিয়েছেন, আজ হঠাৎ করে হাসপাতালের তিনতলার জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বোন । তবে, ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন, তা জানা যায়নি । তবে, হাসপাতাল সূত্রে খবর সন্তান জন্ম দেওয়ার পর থেকেই মাতৃদুগ্ধ না হওয়ায়, মানসিক চাপে ভুগছিলেন কাজলী ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনতলার উপর থেকে প্রসূতি ঝাঁপ দেন । তবে, কোনওমতে প্রাণে বেঁচে যান তিনি । সঙ্গে সঙ্গে হাসপাতালের কয়েকজন তাঁকে উদ্ধার করে ইমার্জেন্সিতে নিয়ে যান ৷

আরও পড়ুন : বেহালায় বহুতলে দুই ভাইয়ের আত্মহত্যার চেষ্টা, মৃত এক

এ বিষয়ে হাসপাতালের সুপার ডাঃ সুকমল বিষয়ী জানিয়েছেন, প্রসূতি মায়ের আত্মহত্যার চেষ্টার কারণ জানা যায়নি । ইতিমধ্যেই বিষয়টি পুরুলিয়া সদর থানায় জানানো হয়েছে । হাসপাতালেও একটি কমিটি গঠন করে ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি ৷ সুপার বলেন, ‘‘হাসপাতালের কর্মীদের নজর এড়িয়ে ওই প্রসূতি আত্মহত্যার চেষ্টা করেছেন ৷ ফলে হাসপাতালেরও একটা দায় থেকে যায় ৷’’ আত্মহত্যার চেষ্টার কারণ অনুসন্ধানের বিষয়টি পুলিশ খতিয়ে দেখবে বলে জানান তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details