পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Diarrhoea Situation in Purulia: পুরুলিয়ায় ডায়েরিয়ায় মৃত 2, আক্রান্ত কমপক্ষে 40 - Diarrhoea

পুরুলিয়ায় ডায়েরিয়াতে মৃত্যু হল দু'জনের ৷ আক্রান্ত হয়েছে কমপক্ষে 40 ৷ তারা সকলে ভরতি হাসপাতালে ৷

Diarrhoea cases increasing in Purulia
ডায়েরিয়া

By

Published : Apr 20, 2023, 7:59 PM IST

Updated : Apr 20, 2023, 9:06 PM IST

পুরুলিয়ায় ডায়েরিয়ায় মৃত দুই

পুরুলিয়া, 20 এপ্রিল:গরম বাড়তেই পুরুলিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে ডায়েরিয়ার প্রকোপ শুরু হয়েছে । যার জেরে ইতিমধ্যেই দু'জনের মৃত্যু হয়েছে বলে খবর । একইসঙ্গে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে 40 জনেরও বেশি রোগী ভরতি রয়েছেন ডায়েরিয়া নিয়ে । বৃহস্পতিবার পুরুলিয়া মেডিক্যাল কলেজের এমএসভিপি সুকোমল বিষয়ী বলেন, "হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড-সহ নানা জায়গায় এখনও পর্যন্ত 40 জনের বেশি রোগী ভরতি আছে । গাছতলায় খাটিয়া পেতেও চিকিৎসা চলছে । এর জন্য একটি মেডিক্যাল টিম গড়া হয়েছে । ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডেও সাত জন রোগী ভরতি রয়েছেন ।"

পুরুলিয়া মেডিক্যাল কলেজের বিভিন্ন জায়গায় এদিন দেখা গেল পেট খারাপ ও বমির উপসর্গ নিয়ে পুরুলিয়া পৌরসভার প্রচুর মানুষ ভরতি হয়েছেন । উল্লেখ্য, বুধবার থেকেই বমি ও পেট খারাপের উপসর্গ নিয়ে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভরতি হতে থাকেন পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । ওই এলাকায় এক মহিলা ও একটি শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা ।

আজ নাপিত পাড়ার বাসিন্দা সুখেন মর্দনা, খোকন পরামানিকরা জানান, গতকাল থেকেই তাঁদের এখানে অনেকেরই বমি, পায়খানা শুরু হয় । দু'জনের মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত 40- 50 জন আক্রান্ত হয়েছে । জলের কারণে এই সমস্যা হচ্ছে বলে মনে করছে বাসিন্দারা । কারণ তারা সকলেই একটা পাইপ লাইনের জল পান করে । এখন আপাতত তারা জল ফুটিয়ে খাচ্ছে বলে জানিয়েছে । পৌরসভা থেকে জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে ৷ মেডিক্যাল টিমও এসেছিল ৷ তারা ওআরএস দিয়ে গিয়েছে । এই বিষয়ে পুরুলিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুণালকান্তি দে বলেন, "আমাদের টিম ওখানে পাঠিয়েছি ৷ ওষুধপত্র দেওয়া হয়েছে । মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো হচ্ছে ।"

আরও পড়ুন:গরমের শুরুতেই ডায়রিয়ায় অসুস্থ 40 জন , গোঘাটে উদ্বেগ

Last Updated : Apr 20, 2023, 9:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details