পুরুলিয়া, 20 এপ্রিল:গরম বাড়তেই পুরুলিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে ডায়েরিয়ার প্রকোপ শুরু হয়েছে । যার জেরে ইতিমধ্যেই দু'জনের মৃত্যু হয়েছে বলে খবর । একইসঙ্গে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে 40 জনেরও বেশি রোগী ভরতি রয়েছেন ডায়েরিয়া নিয়ে । বৃহস্পতিবার পুরুলিয়া মেডিক্যাল কলেজের এমএসভিপি সুকোমল বিষয়ী বলেন, "হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড-সহ নানা জায়গায় এখনও পর্যন্ত 40 জনের বেশি রোগী ভরতি আছে । গাছতলায় খাটিয়া পেতেও চিকিৎসা চলছে । এর জন্য একটি মেডিক্যাল টিম গড়া হয়েছে । ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডেও সাত জন রোগী ভরতি রয়েছেন ।"
পুরুলিয়া মেডিক্যাল কলেজের বিভিন্ন জায়গায় এদিন দেখা গেল পেট খারাপ ও বমির উপসর্গ নিয়ে পুরুলিয়া পৌরসভার প্রচুর মানুষ ভরতি হয়েছেন । উল্লেখ্য, বুধবার থেকেই বমি ও পেট খারাপের উপসর্গ নিয়ে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভরতি হতে থাকেন পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । ওই এলাকায় এক মহিলা ও একটি শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা ।