পুরুলিয়া, 21 এপ্রিল :ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে প্রত্যক্ষদর্শী ছিলেননিরঞ্জন বৈষ্ণব ৷ 6 এপ্রিল তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ অভিযোগ ওঠে তাঁকেও খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ এরপর সিবিআই তদন্তকারী আধিকারিকরা নিরঞ্জন বৈষ্ণব ওরফে সেফালের বাড়িতে যায় ৷ বৃহস্পতিবার সেখান থেকেই নিহত নিরঞ্জন বৈষ্ণবের মোবাইল ফোন ও পেন উদ্ধার করে সিবিআই (Mobile phone and pen of Niranjan Baishnab in the hands of CBI) ।
সুইচ অফ অবস্থায় ছিল মোবাইলটি ৷ বৃহস্পতিবার বিকেলে তদন্তে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে নিরঞ্জন বৈষ্ণবের ঘরে তল্লাশি চালান সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা । এরপরই উদ্ধার হয় মোবাইল ফোন ও পেন ।
আরও পড়ুন :Forensic Team in Niranjan Baishnab's House : তপন কান্দু খুনে প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে ফরেনসিক দল