পুরুলিয়া, 20 মার্চ : কোরোনা ভাইরাসের আতঙ্ক এখন সর্বত্রই । কোরোনা ভাইরাস ঠেকাতে এবার এলাকাবাসীদের মাস্ক বিতরণ করলেন পুরুলিয়ার কাশীপুর বিধানসভার বিধায়ক স্বপন বেলথরিয়া ও পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া ।
কোরোনা-আতঙ্ক : মাস্ক বিতরণ স্বাস্থ্য কর্মাধ্যক্ষ-বিধায়কের - coronavirus condition overview
কোরোনা ভাইরাস ঠেকাতে এবার এলাকাবাসীদের মাস্ক বিতরণ করলেন পুরুলিয়ার কাশীপুর বিধানসভার বিধায়ক ৷
কোরোনা-আতঙ্ক
আজ তাঁরা দু'জনেই কাশীপুর বিধায়ক কার্যালয়ের সামনে এলাকাবাসীদের মাস্ক বিতরণে এগিয়ে আসেন । সকলের মুখে আজ তাঁরা মাস্ক পরিয়ে দেন । একইসঙ্গে স্যানিটাইজ়ার দিয়ে তাঁদের হাত ধোয়ান ।
পাশাপাশি এলাকাবাসীদের আজ সচেতন করানো হয় করোনা ভাইরাস সম্পর্কে । বার্তা দেওয়া হয় অযথা করোনাভাইরাস নিয়ে আতঙ্ক না হওয়ার । নির্দেশ দেওয়া হয় গুজব না ছড়ানোরও । আজ বিধায়ক ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষের হাতে মাস্ক পেয়ে খুশি হন এলাকাবাসীরা ।
Last Updated : Mar 20, 2020, 9:11 PM IST