পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mithun Kandu wins: ঝালদায় জিতলেন নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন - তপন কান্দুর ভাইপো

ঝালদা 2 নম্বর ওয়ার্ডের (Jhalda By-poll) উপনির্বাচনে জয়ী হলেন নিহত কাউন্সিলার তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু (Mithun Kandu wins)। 778 ভোটে তৃণমূল কংগ্রেসের জগন্নাথ রজককে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী (Tapan Kandu)।

Mithun Kandu Nephew of Tapan Kandu wins in ward no 2 at Jhalda By-poll
ঝালদায় জিতলেন নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন

By

Published : Jun 29, 2022, 8:55 AM IST

Updated : Jun 29, 2022, 10:00 AM IST

ঝালদা, 29 জুন:ঝালদা 2 নম্বর ওয়ার্ডের (Jhalda By-poll) উপনির্বাচনে জয়ী হলেন নিহত কাউন্সিলার তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু (Mithun Kandu wins)। 778 ভোটে তৃণমূল কংগ্রেসের জগন্নাথ রজককে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী । জেতার পর মিঠুনের প্রতিক্রিয়া, "এটা এই ওয়ার্ডের মানুষের জয় ৷ এই জয় কাকুর জয় ৷"

মাস চারেক আগে মিঠুনের কাকু তপন কান্দু পৌরভোটে এই ঝালদা দু'নম্বর ওয়ার্ড থেকেই কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন ৷ তখনও সে ভাবে সক্রিয় রাজনীতিতে যোগ দেননি প্রয়াত কংগ্রেস নেতার ভাইপো মিঠুন । তবে কাকুর সঙ্গে মাঝে মধ্যে ভোট প্রচারে বা ভোটের কাজে ঘোরাঘুরি করতেন । কিন্তু গত 13 মার্চ দুষ্কৃতীদের গুলিতে খুন হন তপন কান্দু । কাকুর মৃত্যুর কারণেই এই ওয়ার্ডে হয় উপনির্বাচন ৷ এ বার কাকুর জায়গায় প্রার্থী হয়েছিলেন মিঠুন ।

ভোটে দাঁড়িয়ে মিঠুন কান্দু বলেছিলেন, "ভাল তো লাগছে না । কারণ এটা তো খুশির ভোট নয় । আমি তো চাইনি এই ভাবে প্রার্থী হতে । আজ বাধ্য হয়ে এলাকার মানুষের জন্য আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে । কারণ এই এলাকার মানুষের জন্য প্রচুর কাজ করার ইচ্ছা ছিল কাকুর ৷ কিন্তু দুষ্কৃতীরা তাঁকে সেই সুযোগ দিল না । তবে এই নির্বাচনের সুবাদে মানুষজনের সঙ্গে কথা বলতে পারছি, তাঁদের সঙ্গে থাকতে পারছি এটাতে কিছুটা ভাল লাগছে । তবে কাকুকে খুব মনে পড়ছে ৷ আগের ভোটে আমি বাইরে ছিলাম আর কাকু ভিতরে আর আজ আমি ভিতরে কাকু কোথাও নেই ।"

আরও পড়ুন:Mithun Kandu : 'কাকুর বাকি থাকা কাজ করব', উপনির্বাচনে তপন কান্দুর স্মৃতিচারণায় ভাইপো মিঠুন

তপন কান্দুর নিহত হওয়ার আবেগ ও রাগই ভোটবাক্সে মিঠুন কান্দুকে এগিয়ে দিয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের ৷ 2 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে শাসক দলের প্রার্থী জগন্নাথ রজককে 778 ভোটে হারিয়ে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী মিঠুন ৷

Last Updated : Jun 29, 2022, 10:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details