পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Body found in Well : নিখোঁজ যুবকের দেহ মিলল কুয়োয় - পিপঁড়াটার গ্রাম

বছরের প্রথম দিন পাশের একটি গ্রামে কাজে গিয়ে আর বাড়ি ফেরেননি রথু মাহাতো ৷ চারদিন পর আজ কুয়ো থেকে মিলল তাঁর মৃতদেহ (Missing Purulia man found dead in a well) ৷

Body found in Well
রথু মাহাতোর দেহ

By

Published : Jan 5, 2022, 1:57 PM IST

জয়পুর (পুরুলিয়া), 5 জানুয়ারি : চারদিন নিখোঁজ থাকার পর অবশেষে নিখোঁজ যুবকের দেহ পাওয়া গেল একটি কুয়ো থেকে ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার জয়পুর থানার নারায়ণপুর গ্রামে ৷ যুবকের নাম রথু মাহাতো (23) (Missing Purulia man found dead in a well) ৷

1 জানুয়ারি বাড়ি থেকে পিপঁড়াটার গ্রামে কাজে গিয়ে আর ফেরেননি রঙের মিস্ত্রি রথু মাহাতো ৷ শনিবার সন্ধে সাড়ে ছ'টা পর্যন্ত স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে ৷ তারপর থেকে রহস্যজনক ভাবে ফোন বন্ধ হয়ে যায় যুবকের ৷ পরের দিন বাড়ির লোকজন ওই গ্রামে গিয়ে খোঁজাখুঁজি করেন ৷ তাঁর কর্মস্থলের কাছে রথু মাহাতোর বাইক ও জুতো পান পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন : Labour contractor missing in Uttar Pradesh : আজমগড়ে বিজেপি সাংসদের থেকে টাকা আনতে গিয়ে নিখোঁজ মালদার শ্রমিক ঠিকাদার

এরপর যুবকের পরিবার জয়পুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে । কিন্তু চারদিন কেটে গেলেও পুলিশ কোনও হদিশ দিতে পারেনি, দাবি পরিবারের । চারদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে আজ পিপঁড়াটার গ্রামেরই একটি কুয়ো থেকে উদ্ধার হল রথু মাহাতোর মৃতদেহ ।

জয়পুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠিয়েছে । কুয়োটি তাঁর কর্মস্থল থেকে কিছুটা দূরেই অবস্থিত ৷ এটা নিছক খুন নাকি অন্য জায়গায় খুনে করে দেহ কুয়োতে ফেলে দেওয়া হয়েছে, এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ । জয়পুর থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টা পরিষ্কার হবে ।

ABOUT THE AUTHOR

...view details