পুরুলিয়া, 20 সেপ্টেম্বর : সকালে কয়েকজনের সঙ্গে ঝামেলা ৷ সন্ধ্যায় দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হল যুবকের ৷ নাম অরিজিৎ গাঙ্গুলি (26) ৷ মৃতের বাবা বিবেকানন্দ গাঙ্গুলি রঘুনাথপুর থানার পুলিশ আধিকারিক ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনাটি পুরুলিয়ার বঙ্গাবাড়ি এলাকার ৷
পুরুলিয়ায় দুষ্কৃতী হামলায় পুলিশ আধিকারিকের ছেলের মৃত্যু - বাবা বিবেকানন্দ গাঙ্গুলি রঘুনাথপুর থানার পুলিশ আধিকারিক
সকালে ঝামেলা, সন্ধ্যায় দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হল পুলিশ আধিকারিকের ছেলের ৷ নাম অরিজিৎ গাঙ্গুলি (26) ৷ ঘটনাটি পুরুলিয়ার বঙ্গাবাড়ি এলাকার ৷
![পুরুলিয়ায় দুষ্কৃতী হামলায় পুলিশ আধিকারিকের ছেলের মৃত্যু](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4495692-thumbnail-3x2-police.jpg)
অরিজিতের বাড়ি পুরুলিয়া মফঃস্বল থানার কপুরবাগানে ৷ বাবা রঘুনাথপুরের সাব ইনসপেক্টর ৷ গতকাল সকালে অরিজিতের বন্ধুদের সঙ্গে বঙ্গাবাড়ি এলাকার কয়েকজনের ঝামেলা বাধে ৷ এরপর সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে নিয়ে ঘটনাস্থানে যায় অরিজিৎ৷ সেইসময় কয়েকজন দুষ্কৃতী তাদের উপর চড়াও হয় ৷ বেধড়ক মারধর করতে শুরু করে ৷ বন্ধুরা কোনওক্রমে পালিয়ে গেলেও ,পালাতে পারেনি অরিজিৎ ৷ মারধরেই মৃত্যু হয় তার ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ এদিকে ঘটনার পর পুরুলিয়া-রঘুনাথপুর পথ অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ শেষমেশ পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷
কে বা কারা অরিজিতের উপর আক্রমণ চালিয়েছে তা এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷