পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor couple dies by Suicide: প্রেমে আপত্তি পরিবারের, বিয়ে করে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী নাবালক যুগল ! - পুরুলিয়ায় আত্মহত্যা

প্রেম পরিণতি পাবে না ভেবে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করল নাবালক যুগল (Minor couple dies by Suicide) ৷ মৃত্যুর আগে তারা মন্দিরে গিয়ে বিয়েও করে বলে মনে করা হচ্ছে (Purulia suicide)৷

minor couple dies by suicide as family does not accept their relation
প্রেমে আপত্তি পরিবারের, বিয়ে করে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী নাবালক যুগল !

By

Published : Apr 12, 2022, 1:30 PM IST

রানিবাঁধ, 12 এপ্রিল: ভালবাসা ছিল তাদের দু'জনের । তবে তা মেনে নিতে চাননি বাড়ির লোকজন । যার জেরে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করল প্রেমিক যুগল (Minor couple dies by Suicide)। দু'জনই নাবালক । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়া (Purulia suicide) মফঃস্বল থানার রানিবাঁধ গ্রামের কাছে । বিয়ের আগে তারা মন্দিরে গিয়ে বিয়ে করেছিল বলে মনে করা হচ্ছে ৷

আজ সকালে এই দু'জনকে একটি আম গাছ থেকে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন (couple commits suicide)। সেই দৃশ্য দেখার জন্য ভিড় জমান প্রচুর মানুষ । ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে জানা গিয়েছে, দু'দিন ধরে পুরুলিয়ার জয়পুর থানার উপরকাহান গ্রামের মন্দিরা কুমার (15) ও বিধান মাহাত (17) নিখোঁজ ছিল । গতকাল মন্দিরার বাড়ির লোকজন জয়পুর থানাতে নিখোঁজ ডায়েরি করতে গিয়েছিলেন ৷ কিন্তু পুলিশ নাকি তাদের ফিরিয়ে দিয়ে আজ যেতে বলেছিল । ততক্ষণে ঘটে গেল মর্মান্তিক ঘটনা ।

আরও পড়ুন:Dausa Lady Doctor Suicide Case : রাজস্থানে আত্মহত্যা মহিলা চিকিৎসকের, গ্রেফতার বিজেপি নেতা

গতকাল মন্দিরা ও বিধান স্থানীয় চিরকা শিবমন্দিরে পুজোও দেয় বলে জানা গিয়েছে । পুলিশ মৃতদেহ দু'টি নামানোর পরে দেখা যায়, মন্দিরার মাথা ভর্তি সিঁদুর তখনও জ্বলজ্বল করছে । তারা মন্দিরে গিয়ে বিয়ে করে তারপর আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷

আরও পড়ুন:Girl committed suicide : সোশ্যাল মিডিয়ায় 'ঘনিষ্ঠ ছবি' ভাইরাল, আত্মহত্যা জলপাইগুড়ির অষ্টম শ্রেণির ছাত্রীর

ABOUT THE AUTHOR

...view details