পুরুলিয়া, 19 অক্টবর : কোরোনা আবহে টানা গৃহবন্দী থাকার পর ফের জনসমক্ষে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো ৷ শারীরিক অসুস্থার কারণে গৃহবন্দী ছিলেন তিনি ৷ তাই স্বাস্থ্য়বিধি মানতে গিয়ে জনসংযোগ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন মন্ত্রী ৷ তাই আবারও জনসংযোগ স্থাপন করতে এবার রাস্তায় নামলেন শান্তিরাম মাহাতো ৷ পুরুলিয়ায় জেলায় রাস্তার ধারে অস্থায়ী প্য়ান্ডেল খাটিয়ে এই জনসংযোগ শুরু করেছেন তিনি ৷
মুখে মাস্ক পড়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করছেন শান্তিরাম মাহাতো ৷ দু’বেলা নিয়ম করে তিনি সবার সঙ্গে দেখা করছেন ৷ তবে, নিজেই নন, তাঁর সঙ্গে যাঁরা দেখা করতে আসছেন তাঁদেরও মাস্ক পড়া বাধ্য়তামূলক করেছেন মন্ত্রী ৷ কার কী সমস্যা, অভাব, অভিযোগ সব শুনছেন তিনি ৷ বহুদিন পর সরাসরি জনসংযোগ করতে পেরে খুশি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী ৷ তবে, কোরোনা সংক্রমণ না কমায় সাবধানতা বজায় রাখতে অস্থায়ী প্য়ান্ডেল খাটিয়ে, সেখানে বাঁশের ব্য়ারিকেড দিয়ে রেখেছেন তিনি ৷ দূর থেকেই সবার সঙ্গে কথা বলছেন ৷