পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

14 বছর পর রেনিরোড প্রাথমিক বিদ্যালয়ে ফের চালু মিড ডে মিল - মিডডেমিল

পুরুলিয়ার 16 নম্বর ওয়ার্ডের ধবঘাটা রেনিরোড প্রাথমিক বিদ্যালয় ৷ 14 বছর ধরে সেখানে বন্ধ মিড ডে মিল ৷ স্কুলের তরফে জানা যায়, 14 বছর আগে এই স্কুলে মিড ডে মিল চালু ছিল । স্কুলে রান্নাঘর ছিল না । পাশের একটি মন্দিরে রান্নাবান্না হত । তাতে আপত্তি জানায় এলাকার লোকজন । যার জেরে বন্ধ হয়ে যায় মিড ডে মিল ।

মিডেমিল

By

Published : Sep 13, 2019, 9:02 PM IST

পুরুলিয়া , 13 সেপ্টেম্বর : দীর্ঘ 14 বছর বন্ধ থাকার পর আজ থেকে ফের মিড ডে মিল চালু হল পুরুলিয়া শহরের রেনিরোড প্রাথমিক বিদ্যালয়ে । গত 29 আগস্ট এই স্কুলে মিড ডে মিল বন্ধ থাকার খবর সামনে আসে । তার জেরে নড়েচড়ে বসে পুরুলিয়া জেলা প্রশাসন । মিড ডে মিল দ্রুত চালুর আশ্বাস দেওয়া হয় । তারপর জেলাশাসক রাহুল মজুমদারে উদ্যোগে আজ থেকে চালু হয় মিড ডে মিল । মিড ডে মিল চালু হওয়ায় খুশি শিক্ষক ও পড়ুয়ারা ।

পুরুলিয়ার 16 নম্বর ওয়ার্ডের ধবঘাটা রেনিরোড প্রাথমিক বিদ্যালয় ৷ 14 বছর ধরে সেখানে বন্ধ মিড ডে মিল ৷ স্কুলের তরফে জানা যায়, 14 বছর আগে এই স্কুলে মিড ডে মিল চালু ছিল । স্কুলে রান্নাঘর ছিল না । পাশের একটি মন্দিরে রান্নাবান্না হত । তাতে আপত্তি জানায় এলাকার লোকজন । যার জেরে বন্ধ হয়ে যায় মিড ডে মিল । রাজ্যের অন্য সব সরকারি স্কুলে মিড ডে মিল চালু থাকলেও বছরের পর বছর রেনিরোড প্রাথচমিক বিদ্যালয়ের পড়ুয়ারা বঞ্চিত হয় । সম্প্রতি সেই খবর সামনে আসে ।

তবে শুধু মিড ডে মিল নয়, স্কুলের চারপাশের অবস্থাও ভালো নয় । জমেছে নোংরা । স্কুলে একটি নলকূপ থাকলেও তার জল পানের অযোগ্য ৷ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থসারথি চৌধুরিও স্বীকার করেন সমস্যার কথা ৷ তবে, এখানেই শেষ নয় ৷ স্কুল ছুটির পর সেখানে মদ ও জুয়ার আড্ডা বসত বলে অভিযোগ । এইসব অভিযোগের ভিত্তিতে স্কুল পরিদর্শনে যান জেলার অবর বিদ্যালয় পরিদর্শক । তারপর থেকেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন । সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর ধীরে ধীরে বদলাতে শুরু করে স্কুলের ছবি । বন্ধ হয়ে যায় স্থানীয়দের তাস আর মদের আসর ।

আজকে প্রথমবার মিড ডে মিলের আয়োজন করতে পেরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ সারথি চৌধুরি বলেন, "আজ মোট 41 জন ছাত্র-ছাত্রীর মধ্যে 35 জন উপস্থিত ছিল । তারা সকলেই মিড ডে মিল খেয়েছে । মেনু ছিল ডাল, ভাত ও কুমড়ো-আলুর তরকারি । তবে এখনও যেহেতু স্কুলের রান্নাঘর তৈরি হয়নি, তাই স্কুলের বারান্দাতেই মিড ডে মিল রান্নার ব্যবস্থা করা হয়েছে । "

দেখুন ভিডিয়োয়

পড়ুয়া অনন্যা মুখার্জি জানায়, "প্রথমবার মিড ডে মিল রান্না খেলাম । খুবই ভালো লাগল । এবার থেকে প্রতিদিন স্কুলে আসব ও মিড ডে মিল খাব ।"

ABOUT THE AUTHOR

...view details