পুরুলিয়া, 28 অগাস্ট : বছর দশেক আগে তৈরি হয়েছিল স্কুলের নতুন ভবন, শৌচালয় । কিন্তু, পাহারপ্রমাণ আবর্জনার স্তুপ পেরিয়ে সেখানে ক্লাস করতে যাওয়া অসম্ভব । তাই সেই ভবন আজও খোলেনি, খোলেনি শৌচলায় । ফলে পুরানো ঘরেই চলছে স্কুল । পুরুলিয়ার ১৬ নম্বর ওয়ার্ডের ধবঘাটা রেণীরোড প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা এরকমই । এখানেই শেষ নয়, স্থানাভাবে বন্ধ স্কুলের মিড ডে মিলও । সব জেনেও নাকি প্রশাসন নির্বিকার, অভিযোগ অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের ।
1958 সালে শুরু হয়েছিল ধবঘাটা রেণীরোড প্রাথমিক বিদ্যালয়ের পথ চলা । স্থানাভাবের ফলে প্রথমে স্কুল সংলগ্ন মন্দির চত্বরে হত মিড মিলের রান্না । কিন্তু, 2005 সালে মন্দির চত্বর নোংরা হওয়ার অভিযোগ তোলেন স্থানীয়দের একাংশ । তারপর থেকেই বন্ধ হয়ে যায় মিড ডে মিল ।
মিড ডে মিল বন্ধের কথা স্বীকার করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চৌধুরি । বলেন, "আমি স্কুলের দায়িত্ব নেওয়ার পর 2009 সালে উর্ধ্বতন কর্তৃপক্ষ স্কুলে মিড ডে মিলের জন্য জায়গা অনুমোদিত করে । জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ফের মিড-ডে-মিল চালু করার আর্জি জানানো হয় । তিনি আশ্বাসও দেন । কিন্তু, ওই পর্যন্তই । কাজ হয়নি এতটুকুও ।"