পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

14 বছর বন্ধ মিড ডে মিল, আবর্জনার জন্য চালু হয়নি স্কুলের নতুন ভবন - পুরুলিয়া

নতুন ভবন থাকলেও, আবর্জনা পেরিয়ে সেখানে যাওয়া অসম্ভব । তাই স্কুল বসে পুরানো অ্যাসবেসটসের ছাউনির নিচে । অন্যদিকে, স্থানাভাবের জেরে 14 বছর ধরে বন্ধ মিড ডে মিল । অভিযোগ, প্রশাসনকে জানানো হলেও, নেওয়া হয়নি কোনও পদক্ষেপ ।

প্রাথমিক স্কুল

By

Published : Aug 28, 2019, 7:59 PM IST

Updated : Aug 28, 2019, 8:36 PM IST

পুরুলিয়া, 28 অগাস্ট : বছর দশেক আগে তৈরি হয়েছিল স্কুলের নতুন ভবন, শৌচালয় । কিন্তু, পাহারপ্রমাণ আবর্জনার স্তুপ পেরিয়ে সেখানে ক্লাস করতে যাওয়া অসম্ভব । তাই সেই ভবন আজও খোলেনি, খোলেনি শৌচলায় । ফলে পুরানো ঘরেই চলছে স্কুল । পুরুলিয়ার ১৬ নম্বর ওয়ার্ডের ধবঘাটা রেণীরোড প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা এরকমই । এখানেই শেষ নয়, স্থানাভাবে বন্ধ স্কুলের মিড ডে মিলও । সব জেনেও নাকি প্রশাসন নির্বিকার, অভিযোগ অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের ।

1958 সালে শুরু হয়েছিল ধবঘাটা রেণীরোড প্রাথমিক বিদ্যালয়ের পথ চলা । স্থানাভাবের ফলে প্রথমে স্কুল সংলগ্ন মন্দির চত্বরে হত মিড মিলের রান্না । কিন্তু, 2005 সালে মন্দির চত্বর নোংরা হওয়ার অভিযোগ তোলেন স্থানীয়দের একাংশ । তারপর থেকেই বন্ধ হয়ে যায় মিড ডে মিল ।

অ্যাসবেসটসের ছাউনির নিচেই চলে ক্লাস

মিড ডে মিল বন্ধের কথা স্বীকার করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চৌধুরি । বলেন, "আমি স্কুলের দায়িত্ব নেওয়ার পর 2009 সালে উর্ধ্বতন কর্তৃপক্ষ স্কুলে মিড ডে মিলের জন্য জায়গা অনুমোদিত করে । জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ফের মিড-ডে-মিল চালু করার আর্জি জানানো হয় । তিনি আশ্বাসও দেন । কিন্তু, ওই পর্যন্তই । কাজ হয়নি এতটুকুও ।"

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বক্তব্য

অন্যদিকে, স্কুলের ভবনেও সমস্যা রয়েছে । শুরু থেকেই অ্যাসবেস্টসের চালের নিচে চলত স্কুল । 2009 সালে সর্বশিক্ষা মিশনের অধীনে তৈরি হয় নতুন ভবন ও শৌচালয় । কিন্তু, সেই ভবনে ক্লাস হয়নি একদিনও । এবিষয়ে স্কুলের শিক্ষক অর্প দাঁ বলেন, "বিদ্যালয়ের চারিদিকে আবর্জনার স্তুপ । নতুন ভবন তৈরি হলেও চারিদিকে এত নোংরা যে তা পেরিয়ে ক্লাস করানো অসম্ভব । তা ছাড়া শৌচালয় থাকলেও সামনে আবর্জনা থাকায় তা ব্যবহারের অযোগ্য । শুধু তাই নয়, স্কুলে একটি মাত্র নলকূপ যার জল পানের অযোগ্য ।"

মিড-ডে মিল আর ভবনের সমস্যাই শেষ নয় । এক অভিভাবকের অভিযোগ, ছুটির পর থেকেই স্কুল চত্বরে বসে মদ ও জুয়ার আড্ডা । যেখানে সেখানে পড়ে থাকে মদের বোতল ।

খুদে পড়ুয়ার গলায় ঝড়ে পড়ল এক বুক অভিমান - "সব স্কুলেই তো খাবার দেয়, শুধু আমরাই পাই না ।"

Last Updated : Aug 28, 2019, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details