পুরুলিয়া, 29 জুলাই: পুরুলিয়ার মানবাজার থানা এলাকায় শুক্রবার সকালে দুটি পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল । লাল কালিতে লেখা ওই পোস্টারে 'মাওবাদী' কথাটির উল্লেখ্য রয়েছে (Maoist Posters Threatened BDO) । পাশাপাশি এই পোস্টারগুলিতে পুরুলিয়ার মানবাজার 1 ব্লকের বিডিও-কে উদ্দেশ্য করে বেশ কিছু হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।
একসময় পুরুলিয়ার মানবাজার, বরাবাজার, বান্দোয়ান এই এলাকাগুলি মাওবাদীদের মুক্তাঞ্চল ছিল । এদিন উদ্ধার হওয়া পোস্টারে উল্লেখ রয়েছে একটি লজের কথা । পোস্টার একটিতে লেখা রয়েছে, "বিডিও মানবাজার 1, তুমি আর টুলা যে লজটা খুলেছ সেই কারণে আমরা ব্লকটি বন্ধ রাখলাম ৷ সারাজীবন যে খুলবে সেই আগে মরবে ৷ ইতি মাওবাদী ।" মানবাজার কলেজ রোড ও বিডিও অফিস রোড থেকে এদিন সকালে পুলিশ এই পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায় ।