পুরুলিয়া, 14 জুন:পঞ্চায়েত নির্বাচনের মুখে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য বলরামপুরে। মঙ্গলবার রাতে পুরুলিয়ার বলরামপুর থানা এলাকার বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের উপর ডাভা গ্রামের অদূরে মাওবাদীদের নামাঙ্কিত একাধিক পোস্টার উদ্ধার হয়। সাদা কাগজের উপর লাল কালিতে প্রিন্টেড এবং হাতে লেখা ওই পোস্টারগুলি ৷ তাতে বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো ও বাঘমুন্ডি বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতোকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ।
পোস্টারের নীচে মোবাইল নম্বর-সহ কুমুদ রঞ্জন চৌধুরীর নাম লেখা রয়েছে। প্রথমে এলাকাবাসীরা ওই মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পোস্টারগুলি উদ্ধার করে। পোস্টারে বিজেপি বিধায়ককে দল ছাড়া হুমকি দেওয়া হয়। তৃণমূলে যোগ না-দিলে সাত দিনের মধ্যে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো বলেন, "পঞ্চায়েত নির্বাচনের আগে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে এক শ্রেণির দুষ্কৃতীরা। কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তার তদন্ত চাই। প্রশাসনের কাছে আবেদন দুষ্কৃতীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।"