পুরুলিয়া, 31 অক্টোবর : পুরুলিয়ার বরাবাজার ব্লক এলাকায় ফের উদ্ধার হল মাওবাদী পোস্টার ৷ তৃণমূল নেতাদের খুনের হুমকি দেওয়া এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ তৃণমূলের দাবি, এই পোস্টার বিজেপির ৷ প্রতিক্রিয়ায় বিজেপি তরফে দাবি করা হয়েছে, মানুষ তৃণমূলের উপর বীতশ্রদ্ধ হয়ে উঠেছে ৷ তারই ফলস্বরূপ এই পোস্টার পড়েছে ৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ৷
বরাবাজার ব্লকের বেড়াদা গ্রাম পঞ্চায়েত এবং তুমড়াশোল গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম এলাকায় তৃণমূল নেতাদের খুনের হুমকি দেওয়া মাও পোস্টার উদ্ধার হয়েছে ৷ শনিবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টারগুলি উদ্ধার করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ । এর আগেও বরাবাজার এলাকা থেকে একাধিকবার পোস্টার উদ্ধারের ঘটনা ঘটেছে ।
সাদা কাগজের ওই মাওবাদী পোস্টারে কালো এবং লাল কালিতে স্থানীয় তৃণমূল নেতাদের খুনের হুমকি দেওয়া হয়েছে । বরাবাজার ব্লক তৃণমূল সভাপতি লম্বোদর মাহাতো, বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতুল মাহাতো, তৃণমূল নেতা জয়দেব গোস্বামী, নেতা কুতুবউদ্দিন আনসারিকে খুনের হুমকি দেওয়া হয়েছে ওই পোস্টারগুলিতে । ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । বরাবাজার ব্লক তৃণমূল সভাপতি লম্বোদর মাহাতোর অভিযোগ, এখন মাওবাদীদের কোনও অস্তিত্ব নেই । এগুলো সম্পূর্ণভাবে বিরোধীদের কাজ । তাঁর অভিযোগ, এই কাজ বিজেপিই ৷
তৃণমূল নেতাদের খুনের হুমকি দেওয়া মাও পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির দাবি, এই ধরনের কাজ তারা কখনও করেনি । জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷ বলেন, "জনরোষের ফলাফল হচ্ছে এই ধরনের মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়েছে ।"
আরও পড়ুন : Anupam Hazra : জমি ঘেরা নিয়ে অনুপম হাজরার বাবাকে হেনস্থার অভিযোগ, তৃণমূল-বিজেপি চাপানউতোর