পুরুলিয়া, 20 মে : মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায় ৷ শুক্রবার সকালে স্থানীয় কোটশিলা থানার অর্ন্তগত চিতমু গ্রাম পঞ্চায়েতের বড়রলা গ্রাম থেকে উদ্ধার হয়েছে পোস্টারগুলি ৷ লাল কালিতে লেখা ওই মাও নামাঙ্কিত পোস্টারগুলিতে রেললাইন উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে । সেই সঙ্গে পুলিশ প্রশাসনকেও সাবধান করা হয়েছে পোস্টারে (Maoist posters in Purulia) ৷
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ পুরুলিয়ার আড়ষা, বাঘমুন্ডি থানার বেশকিছু জায়গা থেকে উদ্ধার হয়েছিল মাওবাদী নামাঙ্কিত পোস্টার । ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল পুলিশ । যদিও নিরাপত্তা বিষয়ে যথেষ্ট তৎপর হয়ে উঠেছে পুলিশ । প্রান্তিক পুরুলিয়া সীমান্ত লাগোয়া এলাকায় পুলিশের পক্ষ থেকে নাকা তল্লাশি চালানো হচ্ছে ।