পুরুলিয়া, 27 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের পরদিন সকালেই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য । পুরুলিয়ার বরাবাজার থানার ঝাড়খণ্ড ঘেঁষা লালডি গ্রামের একাধিক জায়গায় বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয় এই মাও নামাঙ্কিত পোস্টার (Maoist posters found in Purulia)।
যেখানে সাদা কাগজে লালকালিতে বাংলায় লেখা রয়েছে "আমাদের শহিদ দিবসে এলাকার মানুষ দলে দলে যোগদান করো, আমরা শীঘ্রই আসছি ।" পোস্টারের নিচে লেখা 'মাওবাদী'। অন্য পোস্টারগুলিতেও একইভাবে লেখা রয়েছে, "আমাদের কমরেড কিষাণজির মৃত্যুর বদলা চাই, লাল সেলাম ।"