পুরুলিয়া, 4 মার্চ : ফের একবার রাজ্যে সক্রিয় হওয়ার চেষ্টায় মাওবাদীরা ৷ আর তার প্রমাণ মিলল পুরুলিয়ার আড়ষা ব্লকে ৷ 13 দফা দাবিতে আড়ষার চাটুহাসা, মুদালি, সিন্দুরপুর এলাকায় পোস্টার সাঁটল মাওবাদীরা (Maoist Poster With Several Demands in Purulia) ৷ সাদা কাগজ, লাল কালিতে ছাপা পোস্টারগুলি আজ সকালে স্থানীয়রা দেখতে পান ৷ পোস্টারের নিচে ‘সিপিআই (মাওবাদী)’ উল্লেখ করা হয়েছে ৷ সেখানে কর্মসংস্থান সহ একাধিক দাবি জানানো হয়েছে ৷ সেই দাবিগুলি পূরণ না হলে, জঙ্গলমহলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷
সাম্প্রতিক অতীতে, বেশ কয়েকবার মাওবাদীদের হুমকি পোস্টার পাওয়া গিয়েছে জঙ্গলমহল এলাকায় ৷ যা নিয়ে ভবানী ভবনে উচ্চপর্যায়ের বৈঠক ডাকতে বাধ্য হয়েছিলেন রাজ্যের গোয়েন্দা বিভাগ এবং পুলিশের শীর্ষ আধিকারিকরা ৷ সূত্রের খবর অনুযায়ী, ওই বৈঠকগুলিতে রাজ্যে মাওবাদীদের সক্রিয় করতে নতুন নেতৃত্ব গঠন হওয়া নিয়ে গম্ভীর আলোচনা হয় ৷ তার পর থেকে মোটামুটি স্বাভাবিক ছিল পরিস্থিতি ৷ কিন্তু, বিধানসভা ভোটের পর থেকে ফের মাথাচাড়া দিচ্ছে মাওবাদী হুমকি ৷ আর এ বার কোনও প্রাণে মারার হুমকি নয় ৷ জঙ্গলমহলের সার্বিক উন্নয়নের দাবি দাওয়া নিয়ে পোস্টার মেরেছে মাওবাদীরা ৷