পুরুলিয়া, 11 এপ্রিল : রাজ্য়ে বিধানসভা নির্বাচন চলছে ৷ আট দফার নির্বাচনে প্রথম দফাতেই পুরুলিয়ায় ভোট হয়ে গিয়েছে ৷ কিন্তু ভোট পরবর্তী সময়ে ফের সক্রিয় হতে দেখা গেল মাওবাদীদের ৷ পুরুলিয়ায় ফের উদ্ধার হল মাওবাদী পোস্টার ৷ আর মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝালদা থানার দড়দা এলাকায় ৷
আজ ঝালদা থানার দড়দা ও কোটশিলা থানার পাড়ুয়া গ্রাম থেকে বেশ কয়েকটি মাওবাদী পোস্টার উদ্ধার হয় । সকালে পুলিশ এসে পোস্টারগুলি উদ্ধার করে ৷ কে বা কারা এই পোস্টারগুলি লাগিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পোস্টারগুলিতে লালকালিতে 100 দিনের কাজ, গরিবদের সঠিক অধিকারের দাবি তোলা হয়েছে । পোস্টারের নীচে লেখা আছে লাল সেলাম ।