পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SPG-পুলিশের হয়রানি, অভিষেকের পদযাত্রা ছেড়ে বেরোলেন তৃণমূল কর্মীরা - purulia

আজ পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা থেকে বেরিয়ে গেল তৃণমূল কর্মীদের একাংশ । পদযাত্রায় অভিষেকের নিরাপত্তায় থাকা SPG ও পুলিশ কর্মীদের কাছ থেকে একপ্রকার ঘাড় ধাক্কা খেতে হয় তৃণমূল কর্মীদের একাংশকে । তাই ক্ষুব্ধ হয়ে পদযাত্রা থেকে বেরিয়ে যায় তারা ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : May 10, 2019, 7:51 PM IST

Updated : May 10, 2019, 9:44 PM IST

পুরুলিয়া, 10 মে : SPG ও পুলিশের হয়রানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা থেকে বেরিয়ে গেল তৃণমূল কর্মীদের একাংশ । আজ পুরুলিয়া শহরে দলীয় প্রার্থী মৃগাঙ্ক মাহাতর সমর্থনে একটি পদযাত্রায় অংশ নেন অভিষেক বন্দোপাধ্যায় ।

ভিডিয়োয় দেখুন তৃণমূলের পদযাত্রা

বাসস্ট্যান্ড সংলগ্ন মেইন রোডে থেকে শুরু হয় পদযাত্রা । অভিষেকের আশপাশে ছিল SPG ও পুলিশে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় । পদযাত্রা শুরু হওয়ার পর থেকে অভিষেকের নিরাপত্তায় থাকা SPG ও পুলিশ কর্মীদের কাছ থেকে একপ্রকার ঘাড় ধাক্কা খেতে হয় তৃণমূল কর্মীদের একাংশকে । পদযাত্রা যত এগোতে থাকে SPG ও পুলিশের ঘাড় ধাক্কার পরিমাণও তত বেড়ে যায় । এরফলেই ক্ষুব্ধ হয়ে পদযাত্রা ছেড়ে বেরিয়ে যান একাধিক তৃণমূল কর্মী ।

Last Updated : May 10, 2019, 9:44 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details