পুরুলিয়া, 13 অগস্ট:কয়েকদিন আগেই ব্যাংকের প্রতিনিধি পরিচয় দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন করানোর নাম করে আট লক্ষ টাকা খুইয়ে ছিলেন পুরুলিয়া জেলার ঝালদা শহরের এক ব্যক্তি । আবার একই কায়দায় প্রতারণার অভিযোগ উঠল এই জেলায় । এবার তিন লক্ষ টাকা খোয়ানোর অভিযোগ ৷
রবিবার পুরুলিয়া সাইবার ক্রাইম থানা সূত্রে জানা গিয়েছে, বলরামপুর থানার রাঙাডি গ্রামের বাসিন্দা মানিকচন্দ্র সিং এ নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি অভিযোগ করেন, গত 27 জুলাই সকালে তাঁর ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে । যাতে ওই ব্যক্তি নিজেকে ব্যাংকের প্রতিনিধি পরিচয় দেন ৷ ফোনের ওপারের ব্যক্তি জানান যে মানিকের ব্যাংকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে ৷ না হলে পরে তাঁকে অনেক টাকা ফাইন দিতে হবে । ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে অভিযোগকারী নিজের প্যান কার্ড নম্বর, মোবাইল ফোনে ও ইমেলে আসা ওটিপি এবং নিজের কার্ডের তথ্য তাকে জানিয়ে দেন ।