পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purulia : বিষাক্ত ফল খেয়ে মৃত্যু শবর বৃদ্ধের, এক শিশু-সহ অসুস্থ আরও 4 - পুরুলিয়া

অজান্তে বিষাক্ত ফল খেয়ে মৃত্যু হল এক বৃদ্ধের ৷ সেই একই ফল খেয়ে অসুস্থ হয়েছেন আরও চারজন ৷ একজন শিশুও রয়েছে তাদের মধ্যে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের নির্ভয়পুর গ্রামে ৷ ঘটনাস্থলে গিয়েছে মেডিক্যাল টিম ৷ খাবারের নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে প্রশাসন ৷

পুরুলিয়ার বিষাক্ত ফল খেয়ে মৃত এক
পুরুলিয়ার বিষাক্ত ফল খেয়ে মৃত এক

By

Published : Oct 28, 2021, 6:28 PM IST

পুরুলিয়া, 28 অক্টোবর : বিষাক্ত মূল জাতীয় ফল খেয়ে মৃত্যু হল শবর জনজাতির এক ব্যক্তির ৷ অসুস্থ রয়েছেন আরও চারজন ৷ তাঁদের বাঁকুড়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের নির্ভয়পুর গ্রামে ৷ গ্রামে ইতিমধ্যেই মেডিক্যাল টিম গিয়েছে ৷

বৃহস্পতিবার সকালে নির্ভয়পুর গ্রামের একটি টোলার বাসিন্দা বছর বাষোট্টির জলধর শবর জঙ্গল থেকে আনা মূল জাতীয় ফল সিদ্ধ করে খান ৷ এই মূল সবজি অনেকটা আলুর মতো দেখতে ৷ এক শিশু-সহ আরও চারজন সেই সিদ্ধ ফল খান তাঁর সঙ্গে ৷ তা খাবার পরই হঠাৎ বমি করতে শুরু করেন জলধর ৷ অসুস্থ হয়ে পড়েন ৷ অসুস্থ হয়ে পড়েন বাকিরাও ৷ অসুস্থদের নাম রূপধনী শবর, নন্দ শবর, লিলু শবর, দেড় বছর বয়সি নয়ন শবর । তাঁরাও বমি করতে শুরু করেন ৷ গ্রামবাসীরা তাঁদের পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন ৷ সেখানেই জলধর শবরকে মৃত ঘোষণা করা হয় ৷

বিষাক্ত ফলটি ঠিকমতো চিনতে না পারায় এই মর্মান্তিক ঘটনা বলে জানালেন স্থানীয়রা

পরিবারের লোকজন জানান, ওই বিষাক্ত ফল খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন জলধর ৷ তবে পুঞ্চা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকরা এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি । বিষাক্ত ফল খেয়ে মৃত্যু বলে পরিবারের লোকজনের দাবি করলেও ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা ।

আরও পড়ুন : Mobile Game : মোবাইলে গেম খেলতে না-পেয়ে আত্মঘাতী ছাত্রী

ABOUT THE AUTHOR

...view details