পুরুলিয়া, 10 জানুয়ারি : পুরুলিয়ার বলরামপুরে হাতির হানায় মৃত্যু হল এক ব্য়ক্তির (Man Dead Due to Elephant Attack) ৷ খামারবাড়িতে ধানের গোলায় হাতির হামলায় মৃত্যু হয়েছে অনিল বেসরা নামে বছর 52’র ওই প্রৌঢ়ের ৷ রবিবার রাতে দলছুট একটি দাঁতাল লোকালয়ে ঢুকে পড়ে ৷ সেই সময় মেঘলা করে আসায় খামারবাড়িতে ধানের গোলা ত্রিপল দিয়ে ঢাকছিলেন অনিল ৷ সেই সময় হাতিটি খামারবাড়িতে ঢুকে হামলা চালায় বলে জানা গিয়েছে ৷
গত কয়েকদিন ধরেই পুরুলিয়ার ঝালদা ও বাঘমুণ্ডি বনাঞ্চল এলাকার লোকজনকে মাইকিং করে সাবধান করা হচ্ছিল (Elephant Attack in Purulia) ৷ বন দফতর সূত্রে খবর, লোকালয়ের আশেপাশেই হাতির দল ঘোরা ফেরা করছে ৷ যেহেতু মাঠ থেকে ফসল তোলা হয়ে গিয়েছে ৷ তাই হাতির দল খাবারের খোঁজে লোকালয়ের আশেপাশে ঘুরছে ৷ কিন্তু, গতকাল রাতে একটি দাঁতাল দল থেকে আলাদা হয়ে যায় ৷ এর পরেই সে বলরামপুরের বেরসাত গ্রামে ঢুকে পড়ে ৷
আরও পড়ুন : Elephant : গরু চরাতে গিয়ে নকশালবাড়িতে হাতির হানায় মৃত্যু প্রৌঢ়ের