পুরুলিয়া, 16 এপ্রিল : গ্রাম্য বিবাদের জেরে এক ব্যক্তির মাথা কেটে কুয়োয় ফেলে দিল আরেক ব্যক্তি । আজ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার ঘাঘরজুড়ি গ্রামে । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷
বিবাদ ও পরে খুনের খবর পেয়ে পুলিশ গ্রামে গিয়ে অভিযুক্ত দুবরাজ মাহাতোকে গ্রেফতার করে । তবে এতেও শান্ত হয়নি গ্রামবাসীরা ৷ পুলিশের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ তাঁদের দাবি অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দিতে হবে ৷ পুলিশের গাড়িতেও ব্যাপক ভাঙচুড় করে উত্তেজিত গ্রামবাসীরা ৷