পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Marriage Promise Breach : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেফতার যুবক - Marriage Promise Breach

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে গ্রেফতার এক যুবক ৷ ঘটনাটি পুরুলিয়ার কোটশিলা থানা এলাকার (Man arrested for Marriage Promise Breach in Purulia) ৷ বৃহস্পতিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

purulia news
পুরুলিয়ায় গ্রেফতার যুবক

By

Published : May 27, 2022, 2:24 PM IST

পুরুলিয়া, 27 মে : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করা এবং পরে বিয়ে করতে অস্বীকার করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার কোটশিলা থানার পুলিশ (Man arrested for Marriage Promise Breach in Purulia) ।

জানা গিয়েছে, বছর 25 এর ওই যুবকের নাম তাপস গোপ । বাড়ি ওই থানা এলাকার ঝাড়খণ্ড লাগোয়া একটি গ্রামে । ওই গ্রামেরই এক যুবতীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে ওই মেয়েটির সঙ্গে বহুবার সহবাসও করেছে বলে অভিযোগ ।

গত পরশু অর্থাৎ বুধবার বিকেলে মেয়েটি কোটশিলা থানায় এই মর্মে একটি অভিযোগ করেন ৷ তাঁর অভযোগ, তাপস গোপের তার সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক । এমনকী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাপস বহুবার সহবাস করে । কিন্তু বিয়ের কথা বললে বেঁকে বসে সে । বাধ্য হয়ে তিনি থানার দ্বারস্থ হয়েছেন ৷

আরও পড়ুন :বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রেমিকের বাড়ির সামনে ধরনা

অভিযোগ পেয়েই ওইদিন রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে । বৃহস্পতিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details