পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্ত্রীকে কুপিয়ে খুন করে গ্রেফতার - PURULIA MURDER

2003 সালে ঝাড়খণ্ডের তিরুলডি গ্রামের আফসানা খাতুনের বিয়ে হয় বলরামপুরের মমতাজ আনসারির সঙ্গে ৷ বিয়ের পর মমতাজ আনসারি কদমডি ছেড়ে কর্মসূত্রে পাড়ি দেয় চণ্ডীগড়ে ৷ পরে সেখান থেকে ফিরে বলরামপুরের ডাভা গ্রামে জমি কিনে ওয়েল্ডিং দোকান খোলে মমতাজ ।

PURULiA
PURULiA

By

Published : Jun 10, 2021, 6:31 PM IST

পুরুলিয়া, 10 জুন : বলরামপুর থানার ডাভা গ্রামে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী । খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুরুলিয়া হতোয়াড়া মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করেছে বলরামপুর থানার পুলিশ ।

2003 সালে ঝাড়খণ্ডের তিরুলডি গ্রামের আফসানা খাতুনের বিয়ে হয় বলরামপুরের মমতাজ আনসারির সঙ্গে ৷ বিয়ের পর মমতাজ আনসারি কদমডি ছেড়ে কর্মসূত্রে পাড়ি দেয় চণ্ডীগড়ে ৷ পরে সেখান থেকে ফিরে বলরামপুরের ডাভা গ্রামে জমি কিনে ওয়েল্ডিং দোকান খোলে মমতাজ ।

পরিবার সূত্রে খবর, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই বিবাদ হত । আজ ভোররাতে আফসানা খাতুনের রক্তাক্ত দেহ উদ্ধার হয় । মৃতার দাদা ওয়াসিমউদ্দীন বলরামপুর থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগ, দীর্ঘদিন ধরেই আফসানার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত মমতাজ আনসারি । অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামীকে গ্রেফতার করে বলরামপুর থানার পুলিশ ।

আফসানার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো মমতাজ , অভিযোগ ওয়াসিমউদ্দিনের

আরও পড়ুন : পিএসির চেয়ারম্যান পদে শাসক দলের বিধায়ক ? শুরু জল্পনা

ABOUT THE AUTHOR

...view details