পুরুলিয়া, 10 জুন : বলরামপুর থানার ডাভা গ্রামে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী । খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুরুলিয়া হতোয়াড়া মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করেছে বলরামপুর থানার পুলিশ ।
2003 সালে ঝাড়খণ্ডের তিরুলডি গ্রামের আফসানা খাতুনের বিয়ে হয় বলরামপুরের মমতাজ আনসারির সঙ্গে ৷ বিয়ের পর মমতাজ আনসারি কদমডি ছেড়ে কর্মসূত্রে পাড়ি দেয় চণ্ডীগড়ে ৷ পরে সেখান থেকে ফিরে বলরামপুরের ডাভা গ্রামে জমি কিনে ওয়েল্ডিং দোকান খোলে মমতাজ ।