পুরুলিয়া, 10 অগাস্ট : কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করা নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন BJP নেতা মুকুল রায় ৷ বললেন, মমতা ব্যানার্জি দেশদ্রোহী ৷
5 অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে । 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরে প্রয়োগ হওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেন । পরে রাজ্যসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয় ৷ সেই বিলও পাশ হয় ৷ কেন্দ্রের এই পদক্ষেপকে বেশিরভাগ রাজনৈতিক দলই স্বাগত জানায় ৷ তবে, কয়েকটি দল এর বিরোধিতাও করে ৷ ব্যতিক্রম যাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ 370 ধারা প্রত্যাহারের পদ্ধতিগত দিক নিয়ে প্রশ্ন তোলেন মমতা ৷ গতকাল পুরুলিয়ার একটি বেসরকারি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারই কড়া জবাব দেন মুকুল রায় ৷ তুলে আনেন পুলওয়ামা ঘটনার প্রসঙ্গও ৷