পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee in Purulia : যতই চেষ্টা করুক, 2024-এ বিজেপি ফিরবে না ; পুরুলিয়ার কর্মিসভায় ভবিষ্যদ্বাণী মমতার - Purulia Mamata News

পুরুলিয়ায় তৃণমূলের হারের জন্য নিজেদেরই দায়ী করলেন তৃণমূল সুপ্রিমো ৷ তবে আজ কর্মিসভায় তৃণমূল নেতা-কর্মীদের চাঙ্গা করার দাওয়াই দিলেন তিনি ৷ পরাজয় ভুলে তাদের ঘর থেকে বেরবার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি আসবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee in Purulia) ৷

Mamata Banerjee slams BJP Government
পুরুলিয়ায় কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : May 31, 2022, 2:06 PM IST

পুরুলিয়া, 31 মে : পুরুলিয়ায় কর্মী সম্মেলনে যোগ দিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে দলের নেতা-কর্মী ও সমর্থকদের বুস্টার দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন পুরুলিয়া শহরের ব্যাটারি গ্রাউন্ড ময়দানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "পুরুলিয়ায় আমাদের লোকেদের হয়তো ভুল হয়েছিল ৷ যার জন্য এখানকার মানুষ লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছেন । জেতার পরে বিজেপি সাংসদ-বিধায়কদের দেখা নেই।"

তিনি বিরোধী দলগুলিকে একহাত নিয়ে জানান, বিজেপি, সিপিএম, কংগ্রেস তৃণমূলের নামে মিথ্যা অপপ্রচার করে থাকে । লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, রেশন, স্মার্টফোন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিচ্ছে তৃণমূল সরকার (Mamata Banerjee in Purulia says BJP wont return in 2024 Election) । কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, "সবই যদি তৃণমূল করে, তাহলে বিজেপি-সিপিএম কি ললিপপ খাবে ? তৃণমূলের কর্মীরা আমাদের সম্পদ । কোনও ভুল করলে আমরা দুটো চড় মারতে পারি । কারণ, তারা আমাদের ভাইয়ের মতো ।"

মঙ্গলবারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের ঘর থেকে বেরনোর জন্য উৎসাহিত করেন । তিনি বলেন, "হেরে গেছেন তো কী হয়েছে ? আমরা চাই আপানারা মানুষের পাশে থাকুন । এখান থেকে যেন একটা আসনও বিজেপি-সিপিএম না পায় ।" তিনি আশ্বাস দিয়েছেন, পুরুলিয়ায় ফিল্ম সিটি তৈরি হবে । বিমানবন্দর তৈরি হবে । রঘুনাথপুরে 72 হাজার কোটি টাকার শিল্প হবে ।

আরও পড়ুন : Mamata on Loosing Elections in Purulia : নেতাদের ভুলেই পুরুলিয়ায় পরাজয়, কর্মিসভা থেকে জানালেন মমতা

এদিনই অভিযোগের সুরে মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের এখান থেকে সব কর দিল্লির সরকার তুলে নিয়ে যায় । সেখান থেকে মাত্র 40 শতাংশ দেয় । যাঁরা 100 দিনের কাজ করছেন, তাঁদের মাইনের টাকা দিচ্ছে না । আমি বলছি, হয় গরিবদের টাকা দাও, না হলে বিদায় নাও ।" 100 দিনের টাকা না দিলে আগামী 5-6 তারিখ ব্লকে ব্লকে মিটিং মিছিল করবে তৃণমূল কংগ্রেস, ঘোষণা নেত্রার ।

বিজেপি সরকারকে সাম্প্রতিক জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে আক্রমণ করতে ছাড়েননি তৃণমূল সুপ্রিমো ৷ তিনি বলেন, "ভোট এলেই গরিব মানুষদের গ্যাস দেবে বলে, কিন্তু এখন গ্যাস কিনলে 800 টাকা লাগে ।" একইসঙ্গে মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, "নোটবন্দি করে কী করলেন মোদী সরকার ?" বিজেপির সরকারকে 'ভেজাল সরকার' বলে উল্লেখ করে তৃণমূল নেত্রী বলেন, "কখনও লালুপ্রসাদের বাড়ি সিবিআই পাঠাচ্ছে । কখনও এখানে সিবিআই পাঠাচ্ছে । বিজেপি মন্ত্রীদের ঘরে ঘরে সিবিআই-ইডি যাওয়া উচিত । নিজেরা করলে সাতখুন মাফ । কারওর বুকে প্রতিবাদ করার সাহস নেই । আমার সাহস আছে । বিজেপি সরকার যতই চষ্টা করুক, 2024-এ আর আসবে না ।"

আরও পড়ুন : Mamata Benerjee Advice : 'এত্ত বড় ভুঁড়ি ! পকোড়া খাওয়া কমান', ঝালদা পৌরসভার চেয়ারম্যানকে পরামর্শ মমতার

ABOUT THE AUTHOR

...view details