পুরুলিয়া, 31 মে : পুরুলিয়ায় কর্মী সম্মেলনে যোগ দিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে দলের নেতা-কর্মী ও সমর্থকদের বুস্টার দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন পুরুলিয়া শহরের ব্যাটারি গ্রাউন্ড ময়দানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "পুরুলিয়ায় আমাদের লোকেদের হয়তো ভুল হয়েছিল ৷ যার জন্য এখানকার মানুষ লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছেন । জেতার পরে বিজেপি সাংসদ-বিধায়কদের দেখা নেই।"
তিনি বিরোধী দলগুলিকে একহাত নিয়ে জানান, বিজেপি, সিপিএম, কংগ্রেস তৃণমূলের নামে মিথ্যা অপপ্রচার করে থাকে । লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, রেশন, স্মার্টফোন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিচ্ছে তৃণমূল সরকার (Mamata Banerjee in Purulia says BJP wont return in 2024 Election) । কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, "সবই যদি তৃণমূল করে, তাহলে বিজেপি-সিপিএম কি ললিপপ খাবে ? তৃণমূলের কর্মীরা আমাদের সম্পদ । কোনও ভুল করলে আমরা দুটো চড় মারতে পারি । কারণ, তারা আমাদের ভাইয়ের মতো ।"
মঙ্গলবারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের ঘর থেকে বেরনোর জন্য উৎসাহিত করেন । তিনি বলেন, "হেরে গেছেন তো কী হয়েছে ? আমরা চাই আপানারা মানুষের পাশে থাকুন । এখান থেকে যেন একটা আসনও বিজেপি-সিপিএম না পায় ।" তিনি আশ্বাস দিয়েছেন, পুরুলিয়ায় ফিল্ম সিটি তৈরি হবে । বিমানবন্দর তৈরি হবে । রঘুনাথপুরে 72 হাজার কোটি টাকার শিল্প হবে ।