পুরুলিয়া, 22 জুন : আজ পুরুলিয়ায় জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে আয়োজিত হয় কর্মিসভা । সেখানে দলীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মলয় ঘটক । কর্মিসভায় তিনি হুঁশিয়ারির সুরে বলেন, যারা তৃণমূলে থেকে অন্য দলের হয়ে কাজ করেছে, তাদের পচা আলুর মতো ছেঁটে ফেলা হবে । সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাত, জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাত সহ দলের অন্য নেতাকর্মীরা ।
পচা আলুর মতো ছেঁটে ফেলা হবে, তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি মলয়ের - tmc meeting
মলয়বাবু বলেন, কিছু কর্মী রয়েছে যারা লোকসভা নির্বাচনে ভেতরে ভেতরে অন্য দলের হয়ে কাজ করেছেন । তাদের জন্যই দলের এই হার ।
সভায় মলয়বাবু বলেন, " কিছু কর্মী রয়েছে যারা লোকসভা নির্বাচনে ভেতরে ভেতরে অন্য দলের হয়ে কাজ করেছে । তাদের জন্যই দলের এই হার । সেই সমস্ত কর্মীদের এত তাড়াতাড়ি চিহ্নিত করা কঠিন । একটু সময় দিলে তাদের চিহ্নিত করে পচা আলুর মতো ছেঁটে ফেলা হবে । "
মলয়বাবু আরও বলেন, " বিধানসভা নির্বাচনের আগেই বিধানসভা ভিত্তিক নতুন করে কোর কমিটি গঠন করা হবে । দল আবার ঘুরে দাঁড়াবে । মমতা ব্যানার্জির উন্নয়ন, আদর্শ ও নীতি মানুষের কাছে তুলে ধরুন । আর মানুষের পাশে থাকুন । তাহলেই দেখবেন রাজ্যে বিরোধী বলে কেউ থাকবে না । "