পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madhyamik 2022 : সন্তানের জন্ম দিয়েই মাধ্যমিক পরীক্ষা দিলেন মা - Purulia Girl Giving Exam In Hospital Just After Childbirth

পুত্র সন্তান জন্ম দেওয়ার আধ ঘণ্টার মধ্যেই সেলাইন হাতে মাধ্যমিক পরীক্ষা দিলেন পুরুলিয়ার মাধ্যমিক পরীক্ষার্থী ভারতী মাহাতো (Madhyamik 2022) ।

Purulia Madhyamik 2022 News
সন্তানের জন্ম দিয়েই মাধ্যমিক পরীক্ষা দিলেন মা

By

Published : Mar 8, 2022, 7:49 AM IST

পুরুলিয়া, 8 মার্চ :মনের জেদ আর পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা । তাই কোনও বাধাই বাধা নয় তার কাছে । পুরুলিয়ার ভারতী মাহাতো । এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী । পরীক্ষার প্রথম দিন পুত্র সন্তান জন্ম দেওয়ার আধ ঘণ্টার মধ্যেই সেলাইন হাতে মাধ্যমিক পরীক্ষা দিলেন ৷ সোমবার সকালে স্থানীয় বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভারতী মাহাতো । তারপরই পরীক্ষায় বসেন বলরামপুর থানার চণ্ডীতলা হাইস্কুলের ছাত্রী ওই পরীক্ষার্থী (Purulia Girl Giving Exam In Hospital Just After Childbirth) ।

আরও পড়ুন:Madhyamik 2022 : সকালে মেয়ের জন্ম দিয়ে দুপুরে হাসপাতালেই মাধ্যমিকে বসল মা

চণ্ডীতলা হাইস্কুলের ছাত্রী ভারতী মাহাতো প্রসব যন্ত্রণা নিয়ে সোমবার সকালে বলরামপুর বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিলেন । সেখানে এদিন এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি । তবে মনে ইচ্ছা আর ছিল অদম্য জোর । সেইমতোই পরীক্ষা দেওয়ার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান ভারতী । তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ ব্লক প্রশাসন এবং পুলিশকে বিষয়টি জানায় । এরপর প্রশাসনের সহযোগিতায় হাসপাতালে একটি বিশেষ কক্ষে ভারতী মাধ্যমিক পরীক্ষার প্রথম পত্রের পরীক্ষা দেন ।

ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমেন মণ্ডল বলেন, "সোমবার সকাল পাঁচটা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে ভারতী মাহাতো হাসপাতালে ভর্তি হন । গতকাল সকাল 11 টা 33 মিনিটে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন । এরপর তিনি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন । তারপরেই আমরা ব্লক প্রশাসনের সহযোগিতায় তার পরীক্ষার ব্যবস্থা হাসপাতালেই করি ।" পরীক্ষা দিতে পেরে খুশি ভারতী মাহাতো । ভারতীর এই সাহসিকতা দেখে তার প্রশংসা করেন প্রশাসন থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details