পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lover Escapes after Live Together: 'বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস', প্রেমিকাকে ফেলে চম্পট দিল প্রেমিক

প্রেমিকাকে মাঝে মাঝে বাড়িতে ডেকে পাঠাত প্রেমিক ৷ বিয়ে করবে, এমন কথাও দিয়েছিল ৷ কিন্তু কথা না রেখেই প্রেমিকাকে ফেলে চলে গেল প্রেমিক (Lover escaped after live together) ৷

Live together promising Marriage
ETV Bharat

By

Published : Oct 29, 2022, 1:53 PM IST

Updated : Oct 29, 2022, 2:16 PM IST

পুরুলিয়া, 29 অক্টোবর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের বাড়িতে ডাকেন প্রেমিক । একসঙ্গে খানিকটা সময় কাটানোর পর প্রেমিকাকে নিজের বাড়িতে ফেলে পালিয়ে যান । এমনই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন যুবতী । প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন তিনি । ঘটনাটি পুরুলিয়ার বোরো থানা এলাকায় ।

সিমটুনি গ্রামের বাসিন্দা যুবতী জানান তাঁর প্রেমিক ওই থানা এলাকারই প্রতাপপুরের বাসিন্দা ৷ অভিযোগে ওই যুবতী জানিয়েছেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক তাঁর সঙ্গে প্রায়ই সহবাস করতেন ৷ তাঁকে বাড়ি ডেকে পাঠাতেন । গত 24 অক্টোবর ফোন করে তাঁকে ডেকে পাঠানো হয় বলে দাবি প্রেমিকার ।

আরও পড়ুন: প্রেমের পথে কাঁটা স্বামী, নাসিকে চিকিৎসককে ইনজেকশন দ্বিতীয় স্ত্রী-প্রেমিকের

তাঁর আরও দাবি 26 অক্টোবর তাঁকে ওখানে ছেড়ে পালিয়ে যায় প্রেমিক । অগত্যা পুলিশের দ্বারস্থ হয়েছেন যুবতী । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণার অভিযোগ এনেছেন প্রেমিকের বিরুদ্ধে । প্রতারিত যুবতী জানিয়েছেন, প্রেমিকের সঙ্গে তাঁর এক বছরের সম্পর্ক ৷ অভিযুক্ত পলাতক বলে অনুমান পুলিশের । তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

Last Updated : Oct 29, 2022, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details