পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid vaccine : কাল দেবে ভ্যাকসিন, আজ সন্ধ্যা থেকেই লাইনে 400 জন

ভ্যাকসিন নেওয়ার জন্য একদিন আগে থেকেই পুরুলিয়ার একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে লম্বা লাইন ৷

Wb
Wb

By

Published : Aug 29, 2021, 10:19 PM IST

পুরুলিয়া, 29 অগস্ট : আজকের মতো কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ ৷ ফের সোমবার সকাল থেকে দেওয়া হবে ভ্যাকসিন ৷ তার জন্য রবিবার সন্ধ্যা থেকে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে পড়ল লম্বা লাইন ৷ রবিবার সন্ধ্যা 6টা থেকে পুরুলিয়ার বেলকুড়ির স্বাস্থ্যকেন্দ্রের বাইরে কমপক্ষে 400 জনের লাইন পড়েছে ! কেউ ইট পেতে গিয়েছেন ৷ রাতের খাওয়া সেরে অনেকেই স্বাস্থ্যকেন্দ্রের বাইরে লাইন দিতে চলে এসেছেন ৷

পুরুলিয়া জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্যকেন্দ্রগুলিতে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে ৷ তারই মধ্যে লাইনে দাঁড়ানো সকলকে ভ্যাকসিন দিতে হবে এই দাবিতে বেলকুরি স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের আটকে রাখে জনতা ৷ এতে বিপাকে পড়েন স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা ৷ এক কর্মী বলেন, আমাদের কাছে যা ভ্যাকসিন এসেছিল সব দেওয়া হয়ে গিয়েছে ৷ আজ আর ভ্যাকসিন দেওয়া সম্ভব নয় ৷ কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের বাইরে লাইন দেওয়া সাধারণ মানুষ সেসব কানে তোলেননি ৷ এরপর নিজেদের প্রাণ বাঁচাতে ভেতর থেকে স্বাস্থ্যকেন্দ্রের দরজা বন্ধ করে বসে ছিলেন কর্মীরা ৷ পরে স্থানীয় পঞ্চায়েতের সহায়তায় পরিস্থিতি সামাল দেওয়া হয় ৷

ভ্যাকসিন নেওয়ার লম্বা লাইন

আরও পড়ুন : Love Triangle : প্রেমিকাকে ফিরে পেতে চেয়েছিলেন, পুরুলিয়ায় যুবক খুনে গ্রেফতার দুই

যাঁরা টিকা পাননি তাঁদের অনেকেই আজ সন্ধ্যা থেকে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে লম্বা লাইন লাগান ৷ কিন্তু কেন এই পরিস্থিতি ? জানতে চাওয়া হলে পুরুলিয়া জেলার উপ-মুখ্যস্বাস্থ্য আধিকারিক 2 স্বপন সরকার বলেন, "মানুষ অযথা হুড়োহুড়ি করছেন ৷ সবাই টিকা পাবেন ৷ আমাদের তো একটা পদ্ধতি মেনে সব কিছু করতে হয় ৷ একদিনেই তো আর সকলকে টিকা দেওয়া সম্ভব নয়"

ABOUT THE AUTHOR

...view details